ভোলা মল্লিক 

Bangla Video: নুন আনতে পান্তা ফুরায়, নিজের অর্থ ব্যয়ে সাপ উদ্ধার করে ভোলা

পশ্চিম মেদিনীপুর: সামান্য একচালা বাড়ি। বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। সংসার চালাতে যেতে হয় দিনমজুরের কাজে। কখনও সংসার ফেলে ছুটে যায় পরিবেশ বাঁচানোর কাজে, পরিবেশের জীব রক্ষার কাজে। প্রায় ৯-১০ বছর ধরে এই কাজ করে চলেছেন প্রত্যন্ত গ্রামের এই যুবক। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিষাক্ত সাপ উদ্ধার করে গভীর জঙ্গলে মুক্ত করে সে। সপ্তাহে বেশ অনেকগুলি সাপ ধরতে হয় তাকে। যখন গৃহস্থের বাড়িতে সাপ ঢুকে পড়ে তখনই ডাক পড়ে গ্রামের ভোলার। সাত পাঁচ না ভেবেই ছুটে গিয়ে সাপ উদ্ধার করে। এক্ষেত্রে তার লাভ শূন্য।

আরও পড়ুন: বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে পুজোর স্বপ্ন, উদ্বেগে মৃৎশিল্পীরা

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের মাদপুর এলাকার বাসিন্দা ভোলা মল্লিক। পেশাগতভাবে তিনি একজন দিনমজুর। কাজ করতে গেলে তবে মেলে পয়সা। বাড়িতে অসুস্থ বাবা,রয়েছে ছেলে, স্ত্রীও। কাজের পর অবসরে কিংবা কখনও কাজ ফেলে রেখে তিনি বিষাক্ত বিষাক্ত সাপ উদ্ধার করেন। আসলে দিনের পর দিন সাপ উদ্ধার তার কাছে নেশা হয়ে দাঁড়িয়েছে। তার লক্ষ্য পরিবেশ বাঁচানো, পরিবেশের সকল জীবকে রক্ষা করে পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করা।

তিনি বনবিভাগের কোনও কর্মী নন। পেশাগত কোনও তালিমও নেই। নিজের ইচ্ছেতেই পরিবেশ বাঁচানো উদ্যোগে তিনি শুরু করেন সাপ ধরা। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গা থেকে সাপ ধরেন তিনি। বর্তমান বন্যা পরিস্থিতিতেও বেশ অনেকগুলি সাপ, সাপের ডিম উদ্ধার করে গভীর জঙ্গলে তিনি মুক্ত করেছেন। পেয়েছেন পরিবারের সহযোগিতা।

তবে নুন আনতে পান্তা ফুরানোর পরিবারে পরিবেশ বাঁচানো তার অন্যতম লক্ষ্য। সংসারে অভাব থাকলেও নিজের খরচে এদিক থেকে ওদিক দিয়ে সাপ উদ্ধার করে সে। জীবনের ঝুঁকি রয়েছে এই কাজে। রয়েছে ভয়ও। তবে সেসবকে তোয়াক্কা করে না ভোলা। পরিবেশ বাঁচাতে, পরিবেশে প্রাণীরক্ষার তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে

রঞ্জন চন্দ