বর্ধমান মেডিক্যাল কলেজ 

Arrow Wounded Woman: ছুরি বা গুলি নয়… পারিবারিক বিবাদে জেরে ছোড়া তির লক্ষ্যভ্রষ্ঠ হয়ে সোজা মীরার পাঁজরে! তুমুল হইচই এলাকায়

পূর্ব বর্ধমান: ছুরি নয়, গুলি নয়। তিরবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। স্বভাবতই ঘটনার জেরে চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি অবাক করার মতোই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায়। তিরবিদ্ধ জখম এই মহিলার নাম মীরা দাস। জানা যায়, বছর ৪৭-এর আহত এই মহিলা রায়না থানার অন্তর্গত ফকিরপুর গ্রামের বাসিন্দা।

জখম মহিলার পরিবার সূত্রে জানা যায়, ফকিরপুর গ্রামের একটি পারিবারিক অশান্তির জেরে তির ছোড়েন এক ব্যক্তি। সেই সময়, আহত মীরা দাস ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত তার গায়ে এসে তির বিঁধে যায়।

আরও পড়ুন: বেড়ে চলেছে জিরার দাম! গত ১০ দিনেই আকাশছোঁয়া, মশলার মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত

পারিবারিক অশান্তির কারণে ফকিরপুর গ্রামেরই বাসিন্দা বলাই রুইদাস নামের এক ব্যক্তি তির ছোড়েন তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে। কিন্তু সেই তির পরিবারের কোনও সদস্যের গায়ে লাগে না। তির ছুড়লে, সেই তির এসে লাগে মীরা দাসের শরীরে। মীরা দাসের পাঁজরের কাছে তির বিঁধে গিয়েছে।

তড়িঘড়ি জখম মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শেয়ারবাজারের একটি বেসরকারি হাসপাতালে। পরে সেখান থেকে তিরবিদ্ধ অবস্থাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মীরা দাসকে। এখন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বনোয়ারীলাল চৌধুরী