দাঁত হলুদ বলে হাসতে লজ্জা পান! হাতের সামনে থাকা স্বস্তার উপাদানে চুটকিতে করুন সমাধান

Yellow teeth: দাঁত হলুদ বলে হাসতে লজ্জা পান! হাতের সামনে থাকা স্বস্তার উপাদানে চুটকিতে করুন সমাধান

অনেক সময় রোগ ও ওষুধের কারণে দাঁতের রং হলুদ হয়ে যায়। আপনিও যদি হলুদ দাঁতের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজ আপনাকে একটি ঘরোয়া উপায়ে প্রতিকারের কথা জানানো হচ্ছে। এর মাধ্যমে, আপনার দাঁতের হলদেভাব কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে৷ লোক সমাজে আপনার আর দাঁত বের হাসতে লজ্জা লাগবে না৷
অনেক সময় রোগ ও ওষুধের কারণে দাঁতের রং হলুদ হয়ে যায়। আপনিও যদি হলুদ দাঁতের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজ আপনাকে একটি ঘরোয়া উপায়ে প্রতিকারের কথা জানানো হচ্ছে। এর মাধ্যমে, আপনার দাঁতের হলদেভাব কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে৷ লোক সমাজে আপনার আর দাঁত বের হাসতে লজ্জা লাগবে না৷
আয়ুর্বেদ চিকিৎসক ড. রাশ বিহারী তিওয়ারি (বিএএমএস) লোকাল 18-কে বলেন, দাঁতের হলদে ভাব দূর করতে অনেক ধরনের পাতা ও ভেষজ ব্যবহার করা যেতে পারে। তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল নিম পাতা৷
আয়ুর্বেদ চিকিৎসক ড. রাশ বিহারী তিওয়ারি (বিএএমএস) লোকাল 18-কে বলেন, দাঁতের হলদে ভাব দূর করতে অনেক ধরনের পাতা ও ভেষজ ব্যবহার করা যেতে পারে। তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল নিম পাতা৷
নিমপাতা মানুষের মুখ পরিষ্কার করতে এবং দাঁতের রং বাড়াতে দারুণ কাজে আসে৷ ডাক্তারবাবু বলেছেন, "নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। এগুলো মুখের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।"
নিমপাতা মানুষের মুখ পরিষ্কার করতে এবং দাঁতের রং বাড়াতে দারুণ কাজে আসে৷ ডাক্তারবাবু বলেছেন, “নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। এগুলো মুখের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।”
শুধু দাঁত নয়৷ এমন অনেকে আছেন যারা দাঁতের গর্ত বা দাঁতের মাড়ির সমস্যাতেও দীর্ঘদিন ধরে ভুগছেন৷ নিম পাতার ক্রমাগত ব্যবহারে দাঁত ও মাড়ির রোগ সেরে যায়।
শুধু দাঁত নয়৷ এমন অনেকে আছেন যারা দাঁতের গর্ত বা দাঁতের মাড়ির সমস্যাতেও দীর্ঘদিন ধরে ভুগছেন৷ নিম পাতার ক্রমাগত ব্যবহারে দাঁত ও মাড়ির রোগ সেরে যায়।
ড. রাশ বিহারী তিওয়ারি সবশেষে জানিয়েছেন, নিমপাতার ব্যবহারে দাঁতের স্বাস্থ্য সঠিক থাকে৷ তাঁর মতে, দাঁতের যত্ন না নিলে তার মধ্য প্লাক (এক ধরনের ব্যাকটেরিয়া) এবং টারটার (দাতকে হলদে করে দেয়) জমা হতে থাকে৷ তবে নিমপাতা নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব৷ নিমপাতাই দাঁতকে সাদা রাখতে সাহায্য করে।
ড. রাশ বিহারী তিওয়ারি সবশেষে জানিয়েছেন, নিমপাতার ব্যবহারে দাঁতের স্বাস্থ্য সঠিক থাকে৷ তাঁর মতে, দাঁতের যত্ন না নিলে তার মধ্য প্লাক (এক ধরনের ব্যাকটেরিয়া) এবং টারটার (দাঁতকে হলদে করে দেয়) জমা হতে থাকে৷ তবে নিমপাতা নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব৷ নিমপাতাই দাঁতকে সাদা রাখতে সাহায্য করে।