বিএসএফদের গলফ কোর্সে প্র্যাকটিস করছেন তারা

Nadia News : নদিয়া জেলার একমাত্র গলফ কোর্স, খেলতে পারবেন আপনিও

নদিয়া জেলার সীমানগর ৩২ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পে একমাত্র রয়েছে গলফ গ্রাউন্ড নিয়মিত অনুশীলনও হয় সেখানে।
নদিয়া জেলার সীমানগর ৩২ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পে একমাত্র রয়েছে গলফ গ্রাউন্ড নিয়মিত অনুশীলনও হয় সেখানে।
নদিয়া জেলায় আর কোনও জায়গায় নেই এই গ্রাউন্ড এমনই দাবি কর্তৃপক্ষের I বিএসএফ এই গল্ফ খেলা শেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীদের I
নদিয়া জেলায় আর কোনও জায়গায় নেই এই গ্রাউন্ড এমনই দাবি কর্তৃপক্ষের I বিএসএফ এই গল্ফ খেলা শেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীদের I
এই গাউন্ডে আসলে গলফ খেলা তো শিখবেই পাশাপাশি প্র্যাকটিসও করতে পারবে। এটি একটি খুবই মজাদার খেলা বলে আমরা জানি এবং আমরা বেশিরভাগ এই খেলা টিভিতে দেখতে পাই ।
এই গাউন্ডে আসলে গলফ খেলা তো শিখবেই পাশাপাশি প্র্যাকটিসও করতে পারবে। এটি একটি খুবই মজাদার খেলা বলে আমরা জানি এবং আমরা বেশিরভাগ এই খেলা টিভিতে দেখতে পাই I
এই খেলা এখন আমাদের নদিয়া জেলার সীমানগর বিএসএফ ক্যাম্পে হয় খুবই ভালো হয়েছে বলে মনে করা হচ্ছে I
এই খেলা এখন আমাদের নদিয়া জেলার সীমানগর বিএসএফ ক্যাম্পে হয় খুবই ভালো হয়েছে বলে মনে করা হচ্ছে I
এখানে সাধারণ মানুষ গলফ খেলবার জন্য বিএসএফের আধিকারিকরা বিশেষ আমন্ত্রণ জানালেন l বিএসএফের এই অভিনব উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে I
এখানে সাধারণ মানুষ গলফ খেলবার জন্য বিএসএফের আধিকারিকরা বিশেষ আমন্ত্রণ জানালেন l বিএসএফের এই অভিনব উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে I
বিএসএফের আধিকারিকরাও চাইছে এই খেলাটি আরও প্রসার হোক সাধারণ মানুষের মধ্যে দিয়ে পাশাপাশি শিক্ষিত ছেলের মেয়েরাও এই খেলা শেখবার এবং করবার জন্য বিশেষ আহ্বান জানান।
বিএসএফের আধিকারিকরাও চাইছে এই খেলাটি আরও প্রসার হোক সাধারণ মানুষের মধ্যে দিয়ে পাশাপাশি শিক্ষিত ছেলের মেয়েরাও এই খেলা শেখবার এবং করবার জন্য বিশেষ আহ্বান জানান।