কামনা সাগর

North 24 Parganas News: ঠাকুরনগরের কামনা সাগরে ডুব দিলেই এখন উঠছে টাকা, দিনভর ঝাঁপাচ্ছে যুবকেরা

উত্তর ২৪ পরগনা: জলে ডুব দিলেই এখন মিলছে পয়সা আর পয়সা, এক একদিনে উঠছে খুচরো ৫০০-১০০০ টাকাও। যদিও, সারা বছর কিন্তু এমন দিন যায় না, শুধমাত্র এই সময়ই জলে ডুব দিলে পয়সা পাওয়া যায় বলেই জানালেন কামনা সাগরের ডুব দিয়ে পয়সা কুড়ানো যুবকেরা।

ঠাকুরনগর বারুনী মেলার পূর্ণ স্নান ঘিরে লক্ষাধিক ভক্তসমাগমে কামনা সাগরে ডুব দেওয়ার হিড়িক লক্ষ্য করা যায়। অনেক ভক্তরাই মনস্কামনা পূরণের উদ্দেশেএক টাকা, দু’টাকা, পাঁচ টাকার কয়েন কামনা সাগরে দেন। লক্ষাধিক ভক্তের এহেনও দানে কামনা সাগরে প্রচুর পরিমাণে খুচরো পয়সা জড়ো হয়। আর এলাকার কচিকাঁচা থেকে যুবকেরা মেলার খরচ তুলতে এরপর থেকেই নেমে পড়েন কাদাপাঁকের অল্প জলে ঠাকুরবাড়ির এই পুকুরে।

চুম্বক ব্যবহার করে, হাত দিয়েও তোলা হয় খুচরো পয়সা। শুধু পয়সাই নয়, ভাগ্যে থাকলে হাতে মেলে সোনাও, জানা গেল স্থানীয় যুবকদের কথায়। তাই এখন নানাভাবে চিরুনি তল্লাশি চলছে কামনা সাগরের জলে। আর এই পুকুর থেকেই পাওয়া টাকা দিয়ে মেলায় আনন্দ করছেন তাঁরা।

মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যেমন এই কামনা সাগর অন্যতম বিশ্বাসের জায়গা, ঠিক তেমনই বর্তমানে স্থানীয় যুবকদের কাছে এখন ঠাকুরবাড়ির এই পুকুর হয়ে উঠেছে পয়সার খনি। যদিও গঙ্গার ধারে সারাবছরই এই দৃশ্য দেখা যায়, তবে সেই পয়সার পরিমাণ অনেকাংশই কম ঠাকুরনগরের কামনা সাগরের এই প্রাপ্তির কাছে। তাই এখন সারাদিন এইভাবেই কামনা সাগরে ঝাপাচ্ছে কচিকাঁচারা খুচরো পয়সা খোঁজার আশায়।

Rudra Narayan Roy