পথে মানুষকে সচেতন করছেন দেবাশীষ

West Medinipur News: সাইকেল করে হুগলি থেকে পুরী যাত্রা, যুবকের উদ্দেশ্য জানলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর : চলছে রথ যাত্রার মরশুম। ইতিমধ্যেই ওড়িশার পুরি সেজে উঠছে উৎসবের আবহে। এর মাঝেই হুগলি থেকে পুরী পর্যন্ত সাইকেলে ভ্রমণ এক যুবকের। শুধু পুরি যাওয়া উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতাবোধ বৃদ্ধি করা। বেশ কয়েকশো কিলোমিটার সাইকেলে পাড়ি দেওয়ার পাশাপাশি হাজারহাজারমানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়ে তার পুরী যাত্রা। যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

পরিবেশ দূষণ রোধে, মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতন করতে হুগলি থেকে পুরী পর্যন্ত সাইকেলে ভ্রমণ এই যুবকের। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে অনেক দিন আগে থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। পরিবেশ দূষণমুক্ত রাখতে দু চাকার সাইকেলে ভর করে হুগলির খামারগাছি থেকে পুরী পর্যন্ত সাইকেল যাত্রা করছেন এই যুবক। সোমবার তিনি পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার তিনি রওনা দিয়েছেন ওড়িশার উদ্দেশ্যে।

আরও পড়ুন : ক্ষেতে ফলন-খাতায় কবিতা, প্রান্তিক জেলার বি.এড পাশ কৃষক বুঁদ সাহিত্যচর্চায়, জানুন জীবনকাহিনি

হুগলি জেলার খামারগাছি এলাকার যুবক দেবাশীষ প্রামাণিক। গত ৩০জুন তিনি তার বাড়ি থেকে যাত্রা শুরু করেন। তার কাছে সহায় দুই চাকার সাইকেল, সামান্য আসবাবপত্র এবং কিছু খাবার। তবে লক্ষ্যমাত্রা সুদূর বিস্তৃত। রথযাত্রার আগেই তিনি পৌঁছে যাবেন পুরীতে। গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং জল রক্ষা করুন এমনই বার্তা মানুষের মধ্যে দিচ্ছেন দেবাশীষ। প্রসঙ্গত বর্তমান দিনে কলকারখানা উন্নতির সংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষিত হচ্ছে। কাটা পড়ছে বড় বড় গাছ। সভ্যতার উন্নতি হলেও মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতাবোধ বৃদ্ধি করা তার লক্ষ্য। সেই লক্ষ্যমাত্রা নিয়ে বাড়ি থেকেই তিনি বেরিয়েছেন সাইকেল নিয়ে।

আরও পড়ুন : পাতার তৈরি বিশেষ রেইনকোট, গায়ে একফোঁটাও জল ঢুকবে না! দামে কম কিন্তু মানে ভাল

তার মতে সাইকেল পরিবেশ দূষণ করে না। সাইকেলে যাত্রা করলে বেশি মানুষের সঙ্গে জনসংযোগ হবে, বেশি সংখ্যক মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা দিতে পারবেন তিনি।পথে যেতে যেতে যেখানেই দাঁড়াচ্ছেন সেখানেই কয়েকজন মানুষকে তিনি পরামর্শ দিচ্ছেন পরিবেশ রক্ষার। তিনি এও পরামর্শ দিচ্ছেন প্রতি ৩০০ মিটার অন্তর একটি করে বটগাছ লাগানো উচিত প্রত্যেকের। শুধু ছায়া নয়, প্রচুর পরিমাণ অক্সিজেন পরিবেশে ছড়িয়ে দেবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হুগলির দেবাশীষের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই পদক্ষেপকে সমর্থন যেমন জানিয়েছেন, তেমনি পরিবেশ রক্ষায় সচেতন করার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ