দেবের পাশে 'সেনাপতি' অভিষেক, এক অস্ত্রেই ঘাটাল নিজের দখলেই রাখতে পারে তৃণমূল!

Dev-Abhishek: দেবের পাশে ‘সেনাপতি’ অভিষেক, এক অস্ত্রেই ঘাটাল নিজের দখলে রাখতে পারে তৃণমূল?

ঘাটাল:  পাশাপাশি দেব-অভিষেক। রবিবার দেবের সমর্থনে প্রচারে ঘাটালে রোড-শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে।

দেবের সমর্থনে ঘাটালে যাবেন অভিষেক, এটা পূর্বনির্ধারিতই ছিল বলেই তৃণমূলের অন্দরের খবর৷ লোকসভা নির্বাচনের প্রচারে তুমুল ব্যস্ত অভিষেক বন্দোপাধ্যায়৷ তবে তার মাঝেই ঘাটালে দেবের সঙ্গে লোকসভার প্রচার সারলেন তিনি৷

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার হাইভোল্টেজ ভোট৷ নায়ক ভার্সেস নায়ক৷ দেবের বিপরীতে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার লোকসভা নির্বাচবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে ঘাটাল৷ ঘাটালের ময়দানে ভোটের আগেই জমে উঠেছে তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি বিধায়ক হিরণের লড়াই৷ দেবের সহকর্মী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন৷ ঘাটালে এর আগেও দু’বার ঘাটালের রাজনৈতিক ময়দানে জয়লাভ করেছেন দেব৷ তবে সহকর্মীর সঙ্গে লড়াই এই প্রথমবার৷

দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷