ছাত্রীদের সংবর্ধনা

Arjun Singh: প্রচারের ফাঁকেই ফুল-মিষ্টি হাতে কোথায় গেলেন অর্জুন সিং? ছাত্রীরা দেখে অবাক!

উত্তর ২৪ পরগনা: প্রচারের ফাঁকে দুই কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটিতে মাধ্যমিক পরীক্ষায় হিন্দি মাধ্যমের কৃতি দুই ছাত্রীকে এদিন বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেন তিনি।

নৈহাটির গৌরীপুর হিন্দি হাই স্কুলের খুশি খটিক এবছর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৪। এদিন খুশি খটিকের নৈহাটির খাঁ পাড়ার বাড়িতে গিয়ে তাকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান অর্জুন।

আরও পড়ুন: গরমে শেষপাতে রোজ টক দই খাচ্ছেন? শরীরে এর ফলে কী হয় জানেন? চমকে যাবেন জানলে

একই বিদ্যালয়ের ছাত্রী গৌরীপুর লালদিঘীর বাসিন্দা মেঘা তাঁতির বাড়িতে গিয়েও তাকে অভিনন্দিত করেন বিজেপি প্রার্থী। এদিন অর্জুন সিং বলেন, ‘দু’টি ছাত্রী গরিব ঘরের মেয়ে। তাদেরকে আশীর্বাদ দিলাম। ওরা জীবনে সাফল্য পাক।’

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

গৌরীপুর হিন্দি হাই স্কুলের সর্বোচ্চ নম্বরের অধিকারী খুশি পড়াশোনা করে আইএস হতে চায়। ছাত্রীদের পরিবার ঘরের মেয়ের সাফল্যে ভীষণ খুশি। এদিন এভাবেই জনসংযোগ সারলেন ব্যারাকপুরের এই হেভিওয়েট নেতা।

Rudra Narayan Roy