Tag Archives: arjun singh

ভাটপাড়ায় আতঙ্ক কমাতে কী পদক্ষেপ করলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া?

কলকাতা: বুধবার সকাল থেকেই আতঙ্ক ভাটপাড়ায়। সাহস যোগাতে গলি থেকে রাজপথ ঘুরে বেরালেন ব্যরাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। কথা বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গে৷

বুধবার সকালে একটি গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার মেঘনা এলাকা। অর্জুন সিং জানিয়েছেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। এরফলে বিজেপির দু’জন কর্মী গুরুতর জখম হয়েছে।” যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা ও এলাকার বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, “এলাকায় কোনও গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি। অর্জুন সিং পুরনো কিছু ছবি ভাইরাল করে এটা রটাচ্ছে। ধর্মঘট হচ্ছে না সব স্বাভাবিক রয়েছে। এর ফলে দিকবিদিক জ্ঞানশুন্য হয়ে দোকানে এসে অশান্তি করেছে বিজেপির লোকেরা। যদিও মানুষ এর প্রতিরোধ করেছে।”

এই নিয়ে সকাল থেকেই উত্তপ্ত ছিল ভাটপাড়ার মেঘনা এলাকা। ঘটনার পর থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি নিয়ে রাস্তায় নামেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এলাকায় শান্তির পরিবেশ নষ্ট করছে বিজেপি এই অভিযোগের পাশাপাশি সন্ত্রাস রোখার দাবি নিয়ে পাল্টা জমায়েত করে তৃণমূল। দু’পক্ষ সামনাসামনি চলে আসে। মেঘনা মোড়ে পুলিশ থাকলেও তাদের সামনেই একাধিকবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকরা। এদের অনেকের হাতেই লাঠিসোটা ছিল। বেশ কিছুক্ষণ এরকম চলার পরে দু’পক্ষকে দূরে সরাতে সক্ষম হয় পুলিশ। এরপর এলাকায় টহলদারি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে চলে আসেন পুলিশ কমিশনার।

আরও পড়ুন: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল

এলাকার পরিদর্শনে বের হন তিনি। এলাকার বেশ কয়েকজন যুবককে সতর্ক করে বলেন, “এলাকায় কোনও গণ্ডগোল হলে পুলিশ পদক্ষেপ করবে। পুলিশের কাজ অন্য কেউ যেন করতে না যায়। প্রত্যেক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে পুলিশ।” আবার কোনও দোকানদারকে গিয়ে বলেছেন, “দোকান নিজের ইচ্ছায় চালাবেন। কেউ জোর করে বন্ধ করতে এলে পুলিশকে বলবেন। পুলিশ আপনার পাশে আছে।” কখনও আবার এলাকার মহিলাদের ভরসা দিয়ে বলেছেন, “কেউ ভয় দেখাতে এলে ভয় পাবেন না। পুলিশ কোনও অপরাধী কে ছাড়বে না। আপনার নির্ভয়ে থাকুন। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।”

এরপর কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার সবই করা হবে।”

গুলি, বোমা, সংঘর্ষ, আতঙ্ক বেশ কয়েক বছর ধরে ভাটপাড়ার গায়ে বারবার এই তকমা লেগেছে। এদিনও আরও একবার তারই পুনরাবৃত্তি ঘটল। আবারও এরকম ঘটনা ঘটবে না, তা নিয়ে নিশ্চিত নয় কেউই। তবে আপাতত কমিশনারের আশ্বাসবাণীতেই ভরসা রাখতে হচ্ছে ভাটপাড়ার বাসিন্দাদের

Bhatpara clash: একদিকে অর্জুন সিং, একদিকে সোমনাথ শ্যাম, মাঝে পুলিশ! বনধ ঘিরে তপ্ত ভাটপাড়া

কলকাতা: একদিকে অর্জুন সিংয়ের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা। অন্যদিকে সোমনাথ শ্যামের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা। মাঝখানে পুলিশ। আর পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ালো দু’পক্ষ। বুধবার ভাটপাড়ার মেঘনা মোড় ফের একবার উত্তপ্ত হয়ে উঠল দুদুধান দুই পক্ষের রণং দেহি মেজাজের কারণে। যদিও কিছুক্ষণ পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনাস্থল ঘুরে দেখেন৷

ঘটনার সূত্রপাত বুধবার সকালে একটি গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে। অর্জুন সিং জানিয়েছেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। বিজেপির দুজন কর্মী গুরুতর জখম হয়েছে।”

আরও পড়ুন: এখনও গ্রেফতার হননি, কিন্তু বড় ‘শাস্তি’ পেলেন সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত IMA-র

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে৷ তৃণমূল নেতা ও এলাকার বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা দাবি, “এলাকায় কোনও গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি। অর্জুন সিং পুরনো কিছু ছবি ভাইরাল করে এটা রটাচ্ছে। ধর্মঘট হচ্ছে না সব স্বাভাবিক রয়েছে। এর ফলে দিকবিদিক জ্ঞানশুন্য হয়ে দোকানে এসে অশান্তি করেছে বিজেপির লোকেরা। যদিও মানুষ এর প্রতিরোধ করেছে।”

এই নিয়ে সকাল থেকেই উত্তপ্ত ছিল ভাটপাড়ার মেঘনা এলাকা। ঘটনার পর থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি নিয়ে রাস্তায় নামেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এলাকায় শান্তির পরিবেশ নষ্ট করছে বিজেপি, এই অভিযোগের পাশাপাশি সন্ত্রাস রোখার দাবি নিয়ে পাল্টা জমায়েত করে তৃণমূল। দু’ পক্ষ সামনাসামনি চলে আসে। মেঘনা মোড়ে পুলিশ থাকলেও তাদের সামনেই একাধিকবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকরা। এদের অনেকের হাতেই লাঠিসোটা ছিল। বেশ কিছুক্ষণ এরকম চলার পরে দু’পক্ষকে দূরে সরাতে সক্ষম হয় পুলিশ।

এর পর এলাকায় টহলদারি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনাস্থলে চলে আসেন পুলিশ কমিশনার। তিনি বলেন, “পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার সবই করা হবে।”

গুলি, বোমা, সংঘর্ষ, আতঙ্ক- বেশ কয়েক বছর ধরে ভাটপাড়ার গায়ে বারবার এই তকমা লেগেছে। এদিন আরও একবার তারই পুনরাবৃত্তি ঘটল। এই ঘটনার ফলে এলাকায় আতঙ্ক রয়েছে। এই রাজনৈতিক রেষারেষি থেকে কবে মুক্ত হয়ে শান্তি ফিরবে, সেদিকেই তাকিয়ে রয়েছে ভাটপাড়ার বাসিন্দারা৷

Saumitra Khan-Arjun Singh: অস্বস্তিতে বিজেপি! ‘ব্যর্থদের কেউ পছন্দ করে না…’ বিস্ফোরক সৌমিত্রর নিশানায় কে? আর কী বললেন অর্জুন?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পদ্মের অস্বস্তি বাড়ালেন পদ্ম শিবিরেরই দুই নেতা। লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপির ভরাডুবির কারণ প্রসঙ্গে দলের সাংগঠনিক নেতৃত্বের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। ‌আর এবার লোকসভা ভোটের ফলাফল নিয়ে আরও বিস্ফোরক এই পদ্ম সাংসদ।

লোকসভা ভোটের পর প্রথম বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে এসে বুধবার সৌমিত্র খাঁ বললেন, ‘‘এই ফল প্রত্যাশিতই ছিল। সঠিক দিশা না পেলে দল ফের ‘ফেল’ করবে।’’ পাশাপাশি সায়েন্স সিটির বৈঠকে যোগ দিতে এসে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এও বলেন, ‘‘দলকে ঘুরে দাঁড়াতে হলে অবিলম্বে সাংগঠনিক রদবদলের প্রয়োজন রয়েছে। ব্যর্থদের কেউ পছন্দ করে না, দলের সাংগঠনিক পরিকাঠামোয় নতুনদের জায়গা দেওয়া উচিত।’’

আরও পড়ুন- অনুমতি বিতর্ক! আজ CESC অভিযান নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি

দলীয় নেতৃত্বকে সৌমিত্র খাঁর পরামর্শ, ‘‘কেন্দ্রীয় প্রকল্প নিয়ে গ্রাম বাংলায় বেশি করে প্রচার করা উচিত।’’ নেতৃত্বের তরফে সঠিক দিশা না পেলে যে বঙ্গে আগামী দিনে বিজেপি অস্তিত্ব সঙ্কটে পড়বে তাও কার্যত বুঝিয়ে দেন সৌমিত্র। তবে সৌমিত্র খাঁর ‘ব্যর্থ’-দের কেউ পছন্দ করে না বলতে কাকে ব্যর্থ বলে নিশানা করলেন তা অবশ্য এদিন খোলসা না করলেও এই পদ্ম সাংসদের নিশানায় যে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশই বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

আরও পড়ুন- রাশিফল ১৮ জুলাই; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত প্রার্থী অর্জুন সিং রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্না মঞ্চে বক্তব্য রাখার সময় রবিবার নিজের দলের নেতৃত্বের একাংশকে নিশানা করে বলেছিলেন, ‘‘শুধুমাত্র ঘরে বসে আর প্রেস কনফারেন্স করে আন্দোলনে নামছি, লড়াই করছি করব বললেই হবে না। নন্দীগ্রামের মত গণ আন্দোলনে নামতে হবে।’’ আর বুধবার দলের সাংগঠনিক বৈঠকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে যোগ দিতে এসে বিজেপি নেতা অর্জুন সিং ফের বিস্ফোরক মন্তব্য করে বললেন, ‘‘সাংগঠনিক দুর্বলতা আছে বলেই তো এই ফল হয়েছে। আগে সংগঠনকে মজবুত করতে হবে। বিশেষ করে নিচু তলার সংগঠন খুব দুর্বল।’’

দলেরই দুই গুরুত্বপূর্ণ দুই নেতা সৌমিত্র আর অর্জুনের বক্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘দল যদি ভাল ফল করত তাহলে আজ এসব কথা উঠত না। একজন প্রার্থীর জেতার বিষয়ে সংগঠনের ভূমিকা ২৫ শতাংশ থাকে। আমরা আগামী দিনে সঙ্ঘবদ্ধভাবে লড়াই করে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত করব।’’

Barrackpore Lok Sabha result 2024: মন্ত্রী থেকে এবার সাংসদ! ব্যারাকপুরে অর্জুনকে হারিয়েই শুভেন্দুকে ধন্যবাদ দিলেন পার্থ, কেন?

ব্যারাকপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷

তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক৷ কটাক্ষের সুরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই৷ মানুষকে প্রণাম জানাই৷ আর একজনকে ধন্যবাদ জানাবো, তিনি হলেন শুভেন্দু অধিকারী৷ কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে প্রার্থী না করলে আমরা এত সহজে জিততে পারতাম না৷

আরও পড়ুন:  নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল৷ অর্জুন সিংয়েরও সেরকমই আশা ছিল৷ কিন্তু গত মার্চ মাসে ব্রিগেডের সভা থেকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়৷ এর পরেই ফের বিজেপির সঙ্গে যোগাযোগ করেন অর্জুন, প্রার্থীও হয়ে যান তিনি৷

জয়ের পর অবশ্য অর্জুন সিংকে খোঁচা দিতে ছাড়েননি পার্থ ভৌমিক৷ হুঁশিয়ারিও শোনা গিয়েছে তাঁর মুখে৷ পার্থ বলেন, অর্জুন সিংয়ের মতো গুন্ডা ছিল বলেই এতদিন ব্যারাকপুর অশান্ত ছিল৷ এবার গুন্ডামি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ একই সঙ্গে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কারও মাথার উপরে থাকলে সে সিংহ, আর হাত সরিয়ে নিলে নেংটি ইঁদুর৷

Arjun Singh: তেড়ে গেলেন অর্জুন! টিটাগড় থেকে কাঁচরাপাড়া, দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি নেতা, দিলেন চাকরি খেয়ে নেওয়ার হুমকিও

ব্যারাকপুর: টিটাগড় থেকে কাঁচরাপাড়া৷ ভোটের দিন বেরিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে৷ উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ দেখানো হল কালো পতাকাও৷ এমনকি, মহিলাদের বিক্ষোভের মুখেও পড়েন অর্জুন৷

ভোটে তপ্ত বারাকপুর। অর্জুন সিং-কে দেখে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। মহিলা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন অর্জুন সিং৷ অভিযোগ, তার আগেই এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছিলেন তিনি৷ কিন্তু, অর্জুন সিং এলাকায় পৌঁছতেই একদল যুবক তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন৷ কথা পাল্টা কথায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার! বললেন, ‘ইন্ডিয়া জোটকে লিড করবে বাংলাই’

এদিন সংবাদমাধ্যমের সামনেই অর্জুন সিংকে হুমকি দিতে দেখা যায় বনি নামের এক যুবককে। উল্লেখ্য এই যুবকের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন অর্জুন। আর তা শোনা মাত্রই ওই যুবক ক্যামেরার সামনেই অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি দেন। বলেন, ‘‘অর্জুন সিং, আমার নাম বনি৷’’ পাল্টা অর্জুনও ওই যুবককে ‘তৃণমূলের ক্রিমিনাল’ বলে দাবি করেন৷

অভিযুক্তের সামনে দাঁড়িয়েই অর্জুন সিং বলতে থাকেন, “আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। ভোট দিতে যাচ্ছিল মেয়েটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও একটা ক্রিমিন্যাল। পরিচিত ক্রিমিন্যাল। আমাকে থ্রেট দিচ্ছে।”

এখানেই শেষ নয়, টিটাগড়ের পরে কাঁচরাপাড়াতেও ঘটে বিক্ষোভের ঘটনা৷ সেখানে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান অর্জুনও৷ চলে চেয়ার ভাঙচুর৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী৷

আবার আরও একটি ঘটনায় প্রিসাইডিং অফিসারকেও হুমকি দিতে দেখা যায় তাঁকে৷ অভিযোগ, ব্যারাকপুরের কাওগাছির বুথে থাকা প্রিসাইডিং অফিসারের  ‘চাকরি খেয়ে নেওয়ার’ হুমকি দেন অর্জুন সিং৷

আরও পড়ুন: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার

১৯৯৫ সালে ভাটপাড়া পুর নির্বাচনে কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হন অর্জুন সিং৷ পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন৷ উনিশে ব্যারাকপুর কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন তিনি৷

কিন্তু, বাইশের ২২ মে ফের অর্জুন ফিরে আসেন তৃণমূলে৷ কিন্তু, ব্রিগেডের ময়দান থেকে মমতা চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার পরেই ২০২৪ এর ১৫ মার্চ বিজেপি-তে চলে যান অর্জুন৷ তারপরে, বিজেপির টিকিটেই ব্যারাকপুর কেন্দ্রে তিনি ভোটে লড়ছেন৷

ব্যারাকপুরে অর্জুনের ‘সারথি’ এবার কে? শিল্পাঞ্চলে লোকসভা ভােটের হাওয়া গরম 

ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ১৫ নম্বর ব্যারাকপুর লোকসভা অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি লোকসভা কেন্দ্র। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন অর্জুন সিং। প্রতিপক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী।

অর্জুন সিংয়ের প্রাপ্ত ভোট ছিল ৪,৭২,৯৯৪। অর্থাৎ ৪৩.৩২ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন। দীনেশ ত্রিবেদী পেয়েছিলেন ৪১,৯৬ শতাংশ ভোট। তিনি পেয়েছিলেন ৪,৫৮,১৩৭টি ভোট।

আরও পড়ুন- ৫০ কিমি গতিতে হাওয়া, সোমবার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হলুদ-কমলা অ্যালার্ট

অর্জুন সিংয়ের জয়ের ব্যবধান ছিল ১৪,৮৫৭ ভোট। কয়েক বছরের মধ্যেই সেই অর্জুন দল বদল করে চলে আসেন পুরনো দল তৃণমূল কংগ্রেসে।
এক নজরে ২০১৯ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে নেব-

আমডাঙা- তৃণমূল কংগ্রেস ৯৮,৬৫৩,বিজেপি ৬২,০৮৭।

বীজপুর- তৃণমূল কংগ্রেস ৫১,০১৬,বিজেপি ৫৮,৯১২।

নৈহাটি- তৃণমূল কংগ্রেস ৬৪,৩৭৫, বিজেপি ৬৫,৬০১।

ভাটপাড়া- তৃণমূল কংগ্রেস ৩৪,৯৭৩, বিজেপি ৬৪,৬৮০।

জগদ্দল- তৃণমূল কংগ্রেস ৬৯,৩৬৯, বিজেপি ৭৭,৭৩৩।

নোয়াপাড়া- তৃণমূল কংগ্রেস ৭৮,৯৫৭, বিজেপি ৭৮,৪৩১।

ব্যারাকপুর- তৃণমূল কংগ্রেস ৬০,৫২৭, বিজেপি ৬৪,০৪৬।

 এহেন অর্জুন সিং বিজেপির টিকিটে জয়লাভ করার পর ২০২১ বিধানসভা নির্বাচনে খুব একটা বেগ পেতে হয়নি শাসক দলকে। সাত বিধানসভার মধ্যে ৬ বিধানসভা দখলে নেয় তৃণমূল কংগ্রেস।

এক নজরে দেখে নেব ২০২১ বিধানসভার ফলাফলের নিরিখে ব্যারাকপুর লোকসভার হালহকিকত-

আমডাঙা- তৃণমূল কংগ্রেস ৮৮,৯৩৫, বিজেপি ৬৩,৪৫৫।

বীজপুর- তৃণমূল কংগ্রেস ৬৬,৬২৫, বিজেপি ৫৩,২৭৮।

নৈহাটি- তৃণমূল কংগ্রেস ৭৭,৭৫৩, বিজেপি ৫৮,৮৯৮।

ভাটপাড়া- তৃণমূল কংগ্রেস ৪৩,৫৫৭, বিজেপি ৫৭,২৪৪।

জগদ্দল- তৃণমূল কংগ্রেস ৮৭,০৩০, বিজেপি ৬৮,৬৬৬।

নোয়াপাড়া- তৃণমূল কংগ্রেস ৯৪,২০৩, বিজেপি ৬৭,৪৯৩।

ব্যারাকপুর- তৃণমূল কংগ্রেস ৬৮,৮৮৭, বিজেপি ৫৯,৬৬৫।

অর্থাৎ শুধু ভাটপাড়া বিধানসভায় জয় পায় বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং। এই লোকসভায় বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৮,২৯১ ভোটে।

আরও পড়ুন- ফলের মধ্যে থাকে এই ফল!শরীরে জলের ঘাটতি মেটায়,অ্যানিমিয়ার দূর করে ম্যাজিকের মতো

তবে শিল্পাঞ্চলে লোকসভা ভোটের হাওয়া ভিন্ন গতিতে বয়ে চলে৷ দীর্ঘদিন ধরে এই এলাকার সাথে পরিচিত অর্জূন সিং। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান৷ আর ২০১৯ সালে এই আসনে হেরে যাওয়ার পরে যে গতিতে কাজ করেছেন পার্থ ভৌমিক, এই দুইয়ের লড়াইয়ে জমজমাট ব্যারাকপুর৷

Lok Sabha Election 2024: অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 

ভাটপাড়াঃ তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দলের পরে এবার ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার সারলেন। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক-সহ এলাকার  নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক সড়ক সমাবেশের আয়োজন করা হয়।  তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা ফুলের মালা এবং চন্দনের ফোঁটা দিয়ে পার্থ বরণ করে নেন। এরপর এই সড়ক সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

আরও পড়ুনঃ কীর্তি আজাদের সমর্থণে রোড শো মমতার, চাঙ্গা সমর্থকরা, মুখ্যমন্ত্রীকে দেখতে জনতার ঢল

তৃণমূল কংগ্রেসের দাবি সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। মিছিলে দলের কর্মীদের মধ্যে থেকে কেউ এগিয়ে এসেছেন পার্থ বাবুকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানাতে আবার কেউ এগিয়ে এসেছেন সেলফি তুলতে। তিনি সকলকে আশ্বাস দেন যে তিনি ভোটে জিতলে শান্তি বিরাজ করবে ভাটপাড়ায়। কোনরকম কোনও অরাজকতা যেন না হয় সেই দিকে তিনি পূর্ণ মাত্রায় খেয়াল রাখবেন। এইভাবেই ভাটপাড়াবাসীকে পার্থবাবু দিলেন শান্তির বাতাবরণ। অস্বস্তিকর পরিবেশে ফের যেন স্বস্তি ফিরে আসে এটা তাঁর অন্যতম প্রতিজ্ঞা। এই সড়ক সমাবেশে প্রার্থী পার্থ ভৌমিক বিপুল পরিমাণে সাড়া পেয়েছেন বলে দাবি ব্যারাকপুর সাংগঠনিক জেলার। এই তীব্র গরমে সকালে প্রচারে নেমে এই রকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে, তৃণমূল কংগ্রেস আশাবাদী যে তাঁদের প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা ভোটে জয়লাভ করবে।

ভাটপাড়া অর্জুনগড় বলে পরিচিত৷ এমনকী ২০২১ সালের বিধানসভা ভোটে ব্যারাকপুর লোকসভার মধ্যে থাকা এই আসনে জয়লাভ করে বিজেপি৷ আবার গত লোকসভা ভোটের পরে এই এলাকা বারবার রাজনৈতিক অশান্তিতে নাম জড়িয়েছে৷ বিভিন্ন সময় নানা রাজনৈতিক চাপানউত্তর ঘটেছে৷ এমনকী অর্জুন সিং পদ্মশিবির ছেড়ে যখন জোড়াফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তখনও একই অবস্থা বজায় ছিল। এবার লোকসভায় সম্মুখ সমরে অর্জুন আর পার্থ। ভাটপাড়া কার দখলে থাকে সেটাই দেখার এবার।

Arjun Singh: প্রচারের ফাঁকেই ফুল-মিষ্টি হাতে কোথায় গেলেন অর্জুন সিং? ছাত্রীরা দেখে অবাক!

উত্তর ২৪ পরগনা: প্রচারের ফাঁকে দুই কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটিতে মাধ্যমিক পরীক্ষায় হিন্দি মাধ্যমের কৃতি দুই ছাত্রীকে এদিন বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেন তিনি।

নৈহাটির গৌরীপুর হিন্দি হাই স্কুলের খুশি খটিক এবছর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৪। এদিন খুশি খটিকের নৈহাটির খাঁ পাড়ার বাড়িতে গিয়ে তাকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান অর্জুন।

আরও পড়ুন: গরমে শেষপাতে রোজ টক দই খাচ্ছেন? শরীরে এর ফলে কী হয় জানেন? চমকে যাবেন জানলে

একই বিদ্যালয়ের ছাত্রী গৌরীপুর লালদিঘীর বাসিন্দা মেঘা তাঁতির বাড়িতে গিয়েও তাকে অভিনন্দিত করেন বিজেপি প্রার্থী। এদিন অর্জুন সিং বলেন, ‘দু’টি ছাত্রী গরিব ঘরের মেয়ে। তাদেরকে আশীর্বাদ দিলাম। ওরা জীবনে সাফল্য পাক।’

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

গৌরীপুর হিন্দি হাই স্কুলের সর্বোচ্চ নম্বরের অধিকারী খুশি পড়াশোনা করে আইএস হতে চায়। ছাত্রীদের পরিবার ঘরের মেয়ের সাফল্যে ভীষণ খুশি। এদিন এভাবেই জনসংযোগ সারলেন ব্যারাকপুরের এই হেভিওয়েট নেতা।

Rudra Narayan Roy

Arjun Singh: ভোটের আগেই তৃণমূলের আরেক বড় নেতা-প্রার্থী তিহাড় জেলে ঢুকবেন? অর্জুন সিংয়ের দাবিতে তোলপাড়! কে তিনি?

ব্যারাকপুর: তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

গারুলিয়ার লেনিন নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ”একাধিকবার বলেছিলাম সন্দেশখালি থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে। এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন।”

আরও পড়ুন: মিলল বিশ্বের সেরা চালের স্বীকৃতি, দেশের এই চালেই মজেছে সকলে! আপনিও কি এই চালের ভাতই খান?

অন্যদিকে, প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ”তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে। সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও গুন্ডারাজ কায়েম হয় কী করে!” তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই।

—- অরুণ ঘোষ

Loksabha Elections 2024: নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু বিজেপি-র ‘অর্জুনে’র! এর পরে জমিয়ে প্রচার

নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর হনুমান মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং । ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷

গত ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ৪২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন তৃণমূল নেতৃত্ব৷ কিন্তু, সেই তালিকায় নাম ছিল না অর্জুন সিংয়ের৷ বরং, অর্জুনের বদলে তৃণমূল ভরসা রেখেছিল, অর্জুনের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিকের উপরে৷

তৃণমূলের ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত ভেবেছিলেন ব্য়ারাকপুরে তিনিই প্রার্থী হতে চলেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পার্থ ভৌমিকের নাম। তারপরই একপ্রকার তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। কয়েক দিনের জল্পনার পর দিল্লিতে গিয়ে দ্বিতীয়বারের জন্য যোগ দিয়েছিলেন বিজেপিতে। অবশেষে রাজ্যে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নামেই সিলমোহর দিল ভারতীয় জনতা পার্টি।