মেহেক ওরাঁও

Madhyamik 2024 Result: Success Story: বাবা লটারিবিক্রেতা, মা বন্ধ চাবাগানের শ্রমিক, অভাবের সংসারে মেয়ে মাধ্যমিকে বাজিমাত করে মনোবিদ হতে চান

অনন্যা দে, আলিপুরদুয়ার: উচ্চশিক্ষা সম্পন্ন করে সাইকোলজিকাল থেরাপিস্ট হতে চায় কালচিনি বন্ধ বাগানের মেহেক ওঁরাও। এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৮৫% নম্বর পেয়েছে সে। মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত কালচিনির এক ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া সে। মেহেকের বাবা লটারি বিক্রেতা। মা বন্ধ বাগানের শ্রমিক। বাগান বন্ধ তাই মায়ের কাজ নেই। তার বাবা একা সংসার চালাচ্ছেন। এত অভাবের মাঝেও বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে মেহেকের।

মেহেকের কথায়, “বিজ্ঞান নিয়ে পড়ে সাইকোলজিকাল থেরাপিস্ট হতে চাই। বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলে অনেক চাকরির দিক খোলা থাকে। আমি তার মধ্যে একটি নিয়ে এগিয়ে যাব।”

আরও পড়ুন : প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা

মেহেকের এই ফলে খুশি তার বাবা, মা। সংসারে অভাব অনটন মেহেকের পড়াশুনো থামিয়ে দিতে পারেনি দেখে তাঁরা গর্বিত। মেহেকের কথা থেকে আরও জানা যায় যে স্কুলের তরফে অনেক সহযোগিতা সে পেয়েছে। টিউশন ছিল না তার। স্কুলশিক্ষকরা পড়াশুনোতে সাহায্য করেছেন।