গ্রামবাসী 

River Erosion: কী এমন ঘটল! আতঙ্কে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা

পূর্ব বর্ধমান: আতঙ্কে দিন কাটাছে পূর্ব বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা। পূর্বস্থলী-২ ব্লকের অন্তর্গত ঝাউডাঙা গ্রাম। বর্তমানে এই ঝাউডাঙা গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দারা তাঁদের প্রত্যেকটা দিন আতঙ্কের মধ্যে থেকেই অতিবাহিত করছেন। তবে কেন আতঙ্কে রয়েছেন এই এলাকার বাসিন্দারা ?

ঝাউডাঙা গ্রামের দক্ষিণপাড়া এলাকায় নদী বাঁধে ভাঙন শুরু হয়েছে। বাঁধ ভাঙতে ভাঙতে প্রায় ঢালাই রাস্তার কাছে চলে এসেছে। অথচ এখনও সেভাবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়নি। তারই মধ্যে এমন পরিস্থিতি দেখা দেওয়ায় আতঙ্ক তীব্র হয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়দের আশঙ্কা, পুরোদমে বর্ষার বৃষ্টি শুরু হলে গোটা বাঁধটাই হয়ত নদীগর্ভে তলিয়ে যাবে।

আর‌ও পড়ুন: সিগন্যাল না মেনে এগোনোর চেষ্টা, পুলিশ ধাওয়া করায় চিকিৎসককে পিষে দিল ডাম্পার!

এই প্রসঙ্গে প্রহ্লাদ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ভাঙনের কারণে আমাদের গ্রামে আগে বহু মানুষের ক্ষতি হয়েছে। প্রচুর জমি চলে গিয়েছে নদীর গর্ভে। অনেকের বাড়িও তলিয়ে গেছে। তাঁদের নতুন করে বাড়ি করতে হয়েছে। একটা গোটা পাড়া একসময় শেষ হয়ে গিয়েছে। সেরকমই আবার ভাঙন শুরু হয়েছে। আমরা প্রায় ২৫০ পরিবার চরম আতঙ্কে রয়েছি। প্রশাসনের কাছে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাইছি।

বনোয়ারীলাল চৌধুরী