হাতি

Elephant Attack: সব কলা শেষ! ভারী বৃষ্টির মধ্যেই বেড়েছে হাতির উপদ্রব, অসহায় গ্রামবাসীরা

আলিপুরদুয়ার: বর্ষার শুরু থেকেই লাগাতার ভারী বর্ষণে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এরই মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মত জেলার প্রতিটি প্রান্তে বেড়েছে হাতির উপদ্রব। বৃষ্টির রাতে বুনো হাতি হানা দিচ্ছে লোকালয়ে। জমির ফসল নষ্ট করছে।

বুনো হাতির হানায় ব‍্যাপক ক্ষতিগ্ৰস্থ হয়েছেন আলিপুরদুয়ার জেলার উত্তর মহাকালগুড়ি এলাকার বাসিন্দারা। গতকাল গভীর রাতে এলাকায় একদল বুনো হাতি প্রবেশ করে। তারপর তারা গ্রামবাসীদের চাষের ক্ষেতে হানা দেয়। বাসিন্দারা জানান, বুনো হাতির হানায় জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। উত্তর মহাকালগুড়িতে কলা গাছের চাষ হয়। এই বন্যা পরিস্থিতির মধ্যে হঠাৎ হানা দিয়ে হাতির দল বিঘার পর বিঘা কলা গাছ নষ্ট করে দিয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে নিয়ে গেলেন না স্যাররা, মিড ডে মিলের লাইনে পড়ুয়ার মৃত্যু! স্কুলে ব্যাপক ভাঙচুর

ক্ষতিগ্রস্ত কৃষক দিলীপ কুমার রায় জানান, আমার আধা বিঘা জমির কলাগাছ নষ্ট করেছে হাতির দল।বৃষ্টির জলে ভাসছে কলা গাছ। এগুলি আর কোনও কাজের রইল না। টাকা নষ্ট হল। তিনি রীতিমত হতাশায় ভেঙে পড়েছেন। দিলীপ রায়ের মত এলাকার আরও চারজন কৃষকের কলা গাছ নষ্ট হয়েছে। কারও এক বিঘা তো কারও আধা বিঘা জমির যাবতীয় কলা নষ্ট হয়ে গিয়েছে। বন দফতরকে বিষয়টি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

অনন্যা দে