বেহাল রাস্তা

Water Logged Road: অল্প বৃষ্টিতেই রাস্তা যেন ডোবা!

উত্তর ২৪ পরগনা: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল সুন্দরবনের একাংশ। রাস্তা যেন ডোবার চেহারা নিয়েছে। এমনই বেহাল অবস্থা হিঙ্গলগঞ্জের। বর্ষার বৃষ্টির তীব্রতা বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।

উত্তর ২৪ পরগনায় এখনও তেমনভাবে বৃষ্টি শুরু হয়নি। কিন্তু অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে আছে রাস্তা। ফলে ভোগান্তির মুখে পড়ছে পথচারী থেকে শুরু করে এলাকার সাধারণ বাসিন্দারা। ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি, বছরের পর বছর এমনই অবস্থায় পড়ে আছে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত এলাকার আমবেরিয়া বাজার থেকে ৩ নম্বর ফেরিঘাটের রাস্তা।

আর‌ও পড়ুন: পুকুরের ৭-৮ ফুট তলায় পড়ে থাকা কিশোরের দেহে প্রাণ ফিরিয়ে দিলেন সুকুমার! সুন্দরবনে ম্যাজিক

স্থানীয় এক গ্রামবাসী জানান, রাস্তা সংলগ্ন এলাকার সমস্ত বাড়ির জল বৃষ্টি হলেই রাস্তার উপর জমতে শুরু করে। এলাকায় নর্দমা বলে কিছু নেই। সে কারণেই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে থাকে এখানকার রাস্তাঘাট। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোন‌ও ফল হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বর্ষার বৃষ্টিপাত পূর্ণদমে শুরু হলে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। তা থেকে বিপদ ঘটে যেতে পারে বলেও কেউ কেউ ভয় পাচ্ছেন।

জুলফিকার মোল্যা