স্কুলে পার্ক বানানোর ভিত্তি পুজোয় হাত লাগালেন চেয়ারম্যান

Amrit Bharat Scheme: অমৃত ভারত প্রকল্পের টাকায় শান্তিপুরের স্কুলে পার্ক!

নদিয়া: অমৃত ভারত প্রকল্পের আওতায় শান্তিপুরের স্কুলে তৈরি হতে চলেছে পার্ক। সূত্রগর গার্লস হাইস্কুলে শান্তিপুর পুরসভার তত্যাবধানে সাড়ে আট লক্ষ টাকা ব্যায়ে ছাত্রীদের মানসিক এবং শিক্ষার বিকাশ ঘটাতে তৈরি হতে চলেছে এই পার্ক। এই কারণে বৃহস্পতিবার বিদ্যালয়ে ভিত্তিপস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হল কাজ।

এদিনের এই ভিত্তিপস্তর স্থাপনের অনুষ্ঠানে উওপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ, স্কুল পরিচলন সমিতির সভাপতি কিন্নর সেন, প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইভি প্রামানিক এবং বিদ্যালয়ের একাধিক ছাত্রীরা।

আর‌ও পড়ুন: গ্রামের পড়ুয়াদের নিয়ে রোবট সায়েন্সের কর্মশালা

এদিন ছাত্রীদের উলুধ্বনি এবং শঙ্খ ধ্বনির মাধ্যমে পুরপ্রধানকে স্বাগত জানানো হয়। এই পার্ক তৈরি হওয়ায় বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি খুশি শিক্ষিকারা। উল্লেখ্য, যেখানে একের পর এক সরকারি বিদ্যালয়গুলির বেহাল দুর্দশার চিত্র উঠে আসেছে, সেই সময় দাঁড়িয়ে শান্তিপুর পুরসভার তত্ত্বাবধানে শান্তিপুর সূত্রগর গার্লস হাইস্কুলে সৌন্দর্যায়ন করা চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। তাঁরা মনে করছেন, এর ফলে ভবিষ্যতে পড়ুয়াদের স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়বে।

মৈনাক দেবনাথ