বাহিনীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন স্কুলের এক ছাত্রী

Raksha Bandhan 2024: অভিনব রাখিবন্ধন! বিএসএফ ক্যাম্প ঘুরতে এসে জওয়ানদের রাখি পড়াল পড়ুয়ারা

বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করল কৃষ্ণনগরের একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করল কৃষ্ণনগরের একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়ার হৃদয়পুরের ৮২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের সঙ্গে এই রাখি বন্ধন উৎসব পালন করল কৃষ্ণনগর একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা।
নদিয়ার হৃদয়পুরের ৮২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের সঙ্গে এই রাখি বন্ধন উৎসব পালন করল কৃষ্ণনগর একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা।
মূলত বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্র-ছাত্রীদেরই নিয়ে আসা হয় বিএসএফের এই ক্যাম্পে এই উৎসব পালন করার জন্য। পাশাপাশি তারা শিক্ষার জন্য বেশ কিছু সার্ভে করল।
মূলত বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্র-ছাত্রীদেরই নিয়ে আসা হয় বিএসএফের এই ক্যাম্পে এই উৎসব পালন করার জন্য। পাশাপাশি তারা শিক্ষার জন্য বেশ কিছু সার্ভে করল।
স্কুলের শিক্ষিকা ইন্দিরা সরকার বলেন, "আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা সীমান্তে এসে চাক্ষুষ ভাবে কখনও উপলব্ধি করতে পারেনি, সেই কারণেই তাদেরকে নিয়ে আসা যাতে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বাড়ে তাদের।"
স্কুলের শিক্ষিকা ইন্দিরা সরকার জানান, “আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা সীমান্তে এসে চাক্ষুষ ভাবে কখনও উপলব্ধি করতে পারেনি, সেই কারণেই তাদেরকে নিয়ে আসা যাতে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বাড়ে তাদের।”
এ দিন রাখিবন্ধন উৎসব না থাকলেও দেশের জওয়ানদের মঙ্গল কামনায় তার পাশাপাশি দিনরাত দ্বারা নিজেদের কর্তব্য পালন করে যাচ্ছেন দেশবাসীর রক্ষার্থে। সেই কারণেই আজকের দিনেই তারা রাখিবন্ধন উৎসব পালন করল বলে জানালেন স্কুলের শিক্ষিকা।
এদিন রাখিবন্ধন উৎসব না থাকলেও দেশের জওয়ানদের মঙ্গল কামনায় তার পাশাপাশি দিনরাত দ্বারা নিজেদের কর্তব্য পালন করে যাচ্ছেন দেশবাসীর রক্ষার্থে। সেই কারণেই আজকের দিনেই তারা রাখি বন্ধন উৎসব পালন করল বলে জানালেন স্কুলের শিক্ষিকা।
রাখি বন্ধন উৎসবের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবনযাত্রা সম্পর্কেও অবগত করা হয় এ দিন ছাত্র-ছাত্রীদের। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
রাখি বন্ধন উৎসবের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবনযাত্রা সম্পর্কেও অবগত করা হয় এ দিন ছাত্র-ছাত্রীদের।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ