হাতি 

Elephant Attack: মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধের, আছড়ে মারল হাতি!

আলিপুরদুয়ার: মাছ ধরতে জঙ্গলে চলে গিয়েছিলেন। আর তাতেই ঘটল বিপত্তি। জংলি হাতির সামনে পড়ে যান বৃদ্ধ মুজাতি রাভা (৬২)। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পানবাড়ি এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে পানবাড়ির বাসিন্দা মুজাতি রাভা মাছ ধড়তে জঙ্গলে গিয়েছিলেন। সেখানে হঠাৎই এক বুনো হাতি তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আর‌ও পড়ুন: তৃতীয় দিনেও রামপুরহাট মেডিকেলে আন্দোলন জারি

এদিকে বিষয়টি প্রথমে কেউ টের পাননি। কিন্তু বিকেল গড়িয়ে রাত হয়ে এলেও ওই বৃদ্ধ বাড়ি না ফেরায় তাঁর সন্ধান শুরু হয়। তাঁর খোঁজ না পেয়ে শেষে পরিজনরা কালচিনি থানার দ্বারস্থ হয়। এরপর পুলিশ পরিবারের সদস্যদের বয়ান অনুসারে জঙ্গলে খোঁজ শুরু করে। তারপর‌ই উদ্ধার হয় ওই বৃদ্ধের দেহ। পাশে হাতির পায়ের ছাপ মেলে। বিষয়টি জানানো হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের। ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অনন্যা দে