হাতি 

Elephant Attack: হাতির হানায় আতঙ্ক! চা বস্তিতে বন্যপ্রাণীর আক্রমণ, ভেঙে দিল বাড়ি-দোকান

আলিপুরদুয়ার: বুনো হাতির হানায় অতিষ্ট চা বলয় ও বনবস্তি এলাকার বাসিন্দারা। ফের বুনো হাতি হানা দিয়ে ভেঙে দিল ৭টি বাড়ি ও একটি দোকান। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায়।

আরও পড়ুন: এক ফোন কলেই সুরক্ষা মিলবে মহিলাদের, আরজি কর কাণ্ডের পর এলাকার যুবকদের উদ্যোগ

গতকাল রাতে বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। বুনো হাতি মেচপাড়া চা বাগানের পাকা লাইনের চারটি বাড়িতে ও একটি দোকান ঘরে হানা দেয়। পরবর্তীতে বুনো হাতিটি বাগানের নীচের লাইনে তিনটি বাড়িতে হানা দেয়। এলাকার বাসিন্দারা জানান, মাঝে মধ্যেই বুনো হাতি হানা দিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। তাঁরা আতঙ্কিত, রাতে ঘুমতে পারেন না।

বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, এখন জঙ্গল বন্ধ রয়েছে। এটি বন্যপ্রাণীদের প্রজননের সময়। বনকর্মীরা এলাকায় টহল দেন। তবুও হাতির হানা বেড়েছে। একটি অথবা দু’টি হাতি এই ঘটনা ঘটাচ্ছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে।

Annanya Dey