দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের পর, দশ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত জয়নগর। শুক্রবার মহিষমারিহাট এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভাঙচুর করা হয় পুলিশের ফাঁড়ি। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। এই পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব।
ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। এমন একটা ভয় কাজ করা উচিত যাতে, এই ঘটনা কেউ করার কথা না ভাবে। জয়নগরের ঘটনায় বারুইপুরে এমনই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ। যদিও দেব বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে এমন একটা দৃষ্টান্তমুলক পদক্ষেপ নেওয়া উচিত।। নিজের ছবির প্রচারে বারুইপুরে যান দেব। সঙ্গে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ঘটনার পরেই কাকে-কাকে ফোন সন্দীপ ঘোষের! চমকে ওঠা তথ্য সিবিআই সূত্রে! আরজি কর কাণ্ডে বড় মোড়?
সংবাদমাধ্যমের সামনে দেব বলেন, ‘ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা উচিত। এমন একটা ভয় কাজ করা উচিত, যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে। নিজের বক্তব্যের ব্যাখ্যা করে আরও বলেন, একজন সাংসদ হিসেবে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া যায়, তার কথাই বলছি।”
তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, ”গ্রামবাসীদের অনুরোধ করব, আপনাদের ক্ষোভ, আপনাদের আবেগ আমরা সমর্থন করছি। আপনাদের সঙ্গে আমরা সমব্যথী। দয়া করে আপনারা বিরোধীদের, যারা খুনের রাজনীতি করতে ওখানে যাচ্ছে, তাদের শকুনের রাজনীতি করতে দেবেন না।”
—- সুমন সাহা