প্রযুক্তি IRCTC-তে ট্রেনের টিকিট কাটার আগে সাবধান! আপনি না জানলে খালি হবে অ্যাকাউন্ট! Gallery October 8, 2024 Bangla Digital Desk পুজোয় ঘুরতে যাওয়ার বন্দোবস্ত অনেকেরই সারা! অনেকে আবার পুজোটা বাঁচিয়ে টিকিট কাটবেন। এছাড়াও নিত্য প্রয়োজনে টিকিট কাটতে হলে আমাদের সবার ভরসা IRCTC অ্যাপ। তবে ভরসা এবার ভয়েরও কারণ। বিশ্ব জুড়ে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে যে সংস্থা, সেই ক্যুইক হিল টেকনোলজিসের এক রিপোর্ট বলছে বাজার ছেয়ে গিয়েছে নকল IRCTC অ্যাপে। কীভাবে ইউজাররা প্রতারিত হচ্ছেন, তার একটা তালিকা পেশ করেছে তারা। দেখে নেওয়া যাক, সতর্ক থাকা আমাদের সকলেরই কাম্য। নকল IRCTC অ্যাপ: ক্যুইক হিল টেকনোলজিস বলছে, এক্ষেত্রে আসলে-নকলে প্রভেদ করা দায়! একবার নকল ওয়েবসাইটে গেলেই লোকেশন, ব্যাঙ্ক ডিটেল সব চলে যাবে প্রতারকদের হাতে। কাজেই খুব ভাল করে ইউআরএল মিলিয়ে IRCTC অ্যাপ ব্যবহার করা দরকার। ব্যাঙ্কিং রিওয়ার্ড অ্যাপ: এই অ্যাপগুলো ব্যাঙ্কের অ্যাপের মতো দেখতে হয়। তারা গ্রাহকদের বার্তা পাঠায় যে তাঁরা মোটা অঙ্কের রিওয়ার্ড পেয়েছেন লেনদেনের ভিত্তিতে। সেটা রিডিম করার জন্য নকল অ্যাপের লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্কের ডিটেল দিলেই সর্বনাশ- অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না। নকল ই-কমার্স সাইট: পুজোর মুখে ই-কমার্স সাইটে কেনাকাটা বাড়বে। ফলে, একে কেন্দ্র করেও গ্রাহকদের সঙ্গে প্রবঞ্চনা চলছে। আসল সাইটের ইউআরএল সামান্য বদলে তৈরি হচ্ছে নকল সাইট। সেখানে জিনিস কিনতে গিয়ে ব্যাঙ্ক ডিটেল দিলেই আর্থিক তছরুপ এড়ানো যাবে না। গিফট কার্ড স্ক্যাম: এটার কথা এত দিনে অনেকেরই জানা! বার্তা আসে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে। ওই গিফট কার্ড রিডিম করতে গেলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। ইনকাম ট্যাক্স রিফান্ড স্ক্যাম: ইনকাম ট্যাক্স রিফান্ড এসে গিয়েছে, এই বলে বার্তা আসে। সেটা অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য ব্যাঙ্কের ডিটেল দিতে বলা হয়। দিলে ইউজারের মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকে না। কিউআর কোড ফিশিং: এটার সঙ্গেও আমরা পরিচিত। কিউআর কোড স্ক্যান করে নকল সাইটে নিয়ে এসে চলে আর্থিক প্রতারণা। অতএব, সতর্কতা অতীব কাম্য়। ইউআরএল মিলিয়ে দেখতে হবে তাতে কোনও অসঙ্গতি আছে কি না। এছাড়া যদি এমন কল আসে যা দাবি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগই করাই উচিত হবে। তাহলেই আর্থিক তছরুপ এড়ানো সম্ভব হবে।