কালিকাপুর রাজবাড়ি 

Durga Puja 2024: মিঠুন থেকে কাজলও এসেছেন এই রাজবাড়িতে, পুজোতেও কিন্তু রয়েছে বিরাট আকর্ষণ, না গেলে আপনিও মিস করবেন…

পূর্ব বর্ধমান: অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অভিনেত্রী কাজল অনেকেই এসেছেন বর্ধমানের এই রাজবাড়িতে। আবির চট্টোপাধ্যায়-এর গুপ্তধনের সন্ধানে থেকে শুরু করে, সম্প্রতি নন্দিতা শিবপ্রসাদ জুটির বহুরূপী সিনেমার শুটিংও হয়েছে এই জায়গাতেই। চারদিক জঙ্গল , জঙ্গলের বুক চিরে গিয়েছে কিছুটা লাল রাস্তা, তারপরই রয়েছে প্রাচীন কালিকাপুর রাজবাড়ি। এবার দুর্গাপুজোয় এই রাজবাড়িতেও ধুমধাম করে পালিত হবে দুর্গা পুজো। প্রায় ৪০০ বছর আগে রায় পরিবারের হাত ধরে জঙ্গলের মাঝে রাজবাড়িতে এই পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে রায় পরিবারের সদস্যরাই এই পুজো পরিচালনা করেন। পুজো প্রসঙ্গে রায় পরিবারের সদস্য মোহিতোষ রায় জানিয়েছেন, “প্রায় ৪০০ বছরের পুরনো এই পুজো। আমাদের পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন। আগে যে নিয়ম রীতি ছিল এখনও সেই নিয়ম রীতি পালিত হয়।”

পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল নামে পরিচিত আউশগ্রাম। শাল, পেয়াল সহ বিভিন্ন গাছ দিয়ে ঘেরা রয়েছে এই আউশগ্রাম। এই জায়গা পূর্ব বর্ধমানের অন্যতম মনোরম জায়গা। আর এখানেই মনোরম পরিবেশে জঙ্গলের মধ্যে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এবার দুর্গাপুজোর সময় ইচ্ছা হলে যাওয়া যেতেই পারে এই জায়গায়। পুরনো দিনের রাজবাড়ি, দুর্গা প্রতিমা দেখে মুগ্ধ হবে মন।

আরও পড়ুন-       ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুঃসময়…! বুধের রাজকীয় চালে চরম সঙ্কটে ৩ রাশি, আয়-উন্নতিতে বাধা, উথাল-পাথাল জীবন!

এছাড়াও বিভিন্ন সিনেমার যে শ্যুটিং হয়েছিল সেই শ্যুটিং স্পটও দেখা যাবে এখানে। তাছাড়া পুজোর সময় রাজবাড়িতে প্রবেশের জন্য লাগবে না কোনও প্রবেশমূল্য। পরিবারের সদস্য মোহিতোষ রায় আরও জানিয়েছেন, “পুজোর সময় অনেকেই এখানে ঘুরতে আসেন। যে কেউ চাইলে এখানে আসতে পারেন। এছাড়াও এই সময় প্রবেশের জন্য কোনওমূল্য লাগবে না। তবে রাত্রিযাপনের কোনও ব্যবস্থা নেই।”

আরও পড়ুন-       শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

এই রাজবাড়ি কমবেশি অনেকের কাছেই বেশ জনপ্রিয়। বিভিন্ন টিভি সিরিয়াল এবং সিনেমাতেও হয়তো অনেকেই দেখেছেন এই রাজবাড়িটিকে। কারণ বিভিন্ন সিনেমার পরিচালকদের কাছে এই রাজবাড়ি বর্তমানে একটা আদর্শ শ্যুটিং স্পট হয়ে উঠেছে। বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও এই জায়গায় এসেছেন শুটিংয়ের জন্য। এখন ইচ্ছা হলে আপনারাও এই জায়গা একবার নিজের চোখে ঘুরে দেখে আসতে পারেন। রাজবাড়ি দেখার সঙ্গে অনুভব করতে পারবেন পুজোর আমেজ। এই জায়গায় আসার জন্য বর্ধমান থেকে আসতে হবে গুসকরা শহর, তারপর গুসকরা থেকে মোরবাঁধ এবং এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে এই রাজবাড়ি।

বনোয়ারীলাল চৌধুরী