দক্ষিণবঙ্গ, বাঁকুড়া Durga Puja 2024: জমিদারের প্রাসাদ হার মানাবে রাজবাড়িকেও! দরদালানের পুজোয় ছুঁয়ে দেখুন ইতিহাসকে Gallery October 9, 2024 Bangla Digital Desk জমিদার বাড়ির জাঁকজমকপূর্ণ দূর্গাপুজো আজও বিদ্যমান। সাড়ে ৩০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি, মুচিরাম ঘোষ থেকে মন্ডল জমিদার হওয়ার ইতিহাস। বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখানেই শুরু করেন বসতি। বিশাল দুর্গা দালান, রাস মঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবত খানা তৈরি করেন। বংশ পরম্পরা পুজা চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গা র নামে দেবত্তর করে দেন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্য রা আজো পুজার সময় ছুটে আসে শুধু ইতিহাস কে ছুঁয়ে দেখার লোভে । বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের হদল ও নারায়ানপুর গ্রামের মাঝে বিশাল জমিদারবাড়ির প্রাসাদ।