নবদ্বীপ: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই নদিয়ার কৃষ্ণগঞ্জ মাজদিয়া শিবনিবাসে, একই সঙ্গে সর্বোচ্চ মন্দিরও। এবার সেই নদিয়াতেই নাকি হতে চলেছে রাজ্যের মধ্যে সর্ব বৃহৎ শিবের মূর্তি।
নদিয়ার ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানের নবদ্বীপ শহর যেখানে জন্ম গ্রহন করেছিলেন চৈতন্য মহাপ্রভু, আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির, আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড শিবের মূর্তি, যা উচ্চতায় রাজ্যের মধ্যে বৃহত্তম বলেই দাবী উদ্যোগক্তাদের।
আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কি?
নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দির, আর এই মন্দিরের উদ্যোগেই তৈরি হচ্ছে এই শিব মূর্তি যার উচ্চতা প্রায় ৮০ ফুট।
আরও পড়ুন: রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের দামামা! দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন
বিগত সাত থেকে আট মাস ধরে চলছে এই মূর্তী নির্মানের কাজ, বর্তমানে এই মূর্তির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে বলেও জানায় এই কাজের বরাত পাওয়া দত্তপুকুরের সংস্থার কর্মী শম্ভু দাস, তিনি জানান রোজ কমবেশি কুড়ি জন করে শ্রমিক কাজ করে চলছে, নিচে কংক্রিটের ভিত করে তার ওপর লোহার রড, প্লাস্টার, ফাইবার-সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি। তাঁরা আরও দাবি করেন এই রাজ্যে এত বৃহৎ বসে থাকা শিবের মূর্তি নেই।