পাম্পে গাড়িতে-বাইকে যে পেট্রোল ভরাচ্ছেন তা খাঁটি তো? জেনে নিন হাতে-নাতে ধরার উপায়, গাড়িকে বাঁচান ভয়ঙ্কর ক্ষতি থেকে

সাম্প্রতিক সময়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে ঝড়ের গতিতে। আর তাতে নাভিশ্বাস উঠেছে আম জনতার।
সাম্প্রতিক সময়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে ঝড়ের গতিতে। আর তাতে নাভিশ্বাস উঠেছে আম জনতার।
যারা নিয়মিত গাড়ি-বাইকে চালান তাদের চিন্তা বড়েছে অনেকটাই। একইসঙ্গে বেড়েছে পেট্রোল পাম্পে বেড়েছে জালিয়াতির খবর।
যারা নিয়মিত গাড়ি-বাইকে চালান তাদের চিন্তা বড়েছে অনেকটাই। একইসঙ্গে বেড়েছে পেট্রোল পাম্পে বেড়েছে জালিয়াতির খবর।
মাপে বা টাকার পরিমাণে জালিয়াতির নানারকমের অভিযোগ বারবার সামনে এসেছে। একইসঙ্গে তেল খাঁটি কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।
মাপে বা টাকার পরিমাণে জালিয়াতির নানারকমের অভিযোগ বারবার সামনে এসেছে। একইসঙ্গে তেল খাঁটি কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।
আপনি গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। তাহলেই আপনি বুঝতে পারবেন তেল খাঁটি কিনা।
আপনি গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। তাহলেই আপনি বুঝতে পারবেন তেল খাঁটি কিনা।
প্রতি কিউবিক মিটারে পেট্রোলের ঘনত্ব হওয়া উচিত ৭৩০-৮০০ কেজি। ডিজেলের ঘনত্ব হওয়া দরকার ৮৩০-৯০০ কেজি প্রতি কিউবিক মিটারে।
প্রতি কিউবিক মিটারে পেট্রোলের ঘনত্ব হওয়া উচিত ৭৩০-৮০০ কেজি। ডিজেলের ঘনত্ব হওয়া দরকার ৮৩০-৯০০ কেজি প্রতি কিউবিক মিটারে।
যদি আপনার গাড়িতে বা বাইকে পেট্রোলের ঘনত্ব ৭৩০-এর কম হয়, তাহলে সেই পেট্রোলে অন্য কিছু রাসায়নিক মেশানো আছে, তা খাঁটি নয়।
যদি আপনার গাড়িতে বা বাইকে পেট্রোলের ঘনত্ব ৭৩০-এর কম হয়, তাহলে সেই পেট্রোলে অন্য কিছু রাসায়নিক মেশানো আছে, তা খাঁটি নয়।
একইসঙ্গে ডিজেলের ঘনত্ব ৮৩০-এর কম হলে, তা খাঁটি নয়। এই ধরনের জ্বালানি তেল গাড়ির জন্যেও ক্ষতিকারক। ভরানোর আগে অবশ্যই নজর রাখুন।
একইসঙ্গে ডিজেলের ঘনত্ব ৮৩০-এর কম হলে, তা খাঁটি নয়। এই ধরনের জ্বালানি তেল গাড়ির জন্যেও ক্ষতিকারক। ভরানোর আগে অবশ্যই নজর রাখুন।