Coronavirus: সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, শরীরে কমছে করোনার প্রভাব

#লন্ডন: করোনা থেকে দ্রুত সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ অবস্থার উন্নতি হওয়ায় ICU থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হয়েছে রিকভারি ইউনিটে ৷ জানা গিয়েছে, এখন অল্প অল্প হাঁটাচলাও করতে পারছেন বরিস ৷

দুসপ্তাহ আগে কোভিড ১৯-এ আক্রান্ত হন বরিস জনসন ৷ তারপর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করানো হয় ৷

অবস্থার উন্নতি হলেও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তিনি ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন সিনেমা দেখে এবং সুদোকু সমাধান করেই কাটাচ্ছেন তাঁর অবসর ৷ ইতিমধ্যেই হাসপাতালে শুয়ে লর্ড অফ দ্য রিংস ট্রিলজি ও ব্রিটিশ কমেডি উইথনেল অ্যান্ড আই দেখে ফেলেছেন তিনি ৷ তাঁর বিপদমুক্ত হওয়ার খবরে স্বস্তিতে রবিসের পরিবার সহ দেশের মানুষও ৷