Tag Archives: COVID-19

Covid 19: ‘আরও সংক্রামক, আরও ক্ষতিকর’, বাড়ছে করোনা সংক্রমণ, JN.1 নিয়ে আরও আতঙ্ক

JN.1 করোনা সংক্রমণ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷  কারণ, ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির৷ আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷ নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে৷ (প্রতীকী ছবি)
JN.1 করোনা সংক্রমণ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷ কারণ, ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির৷ আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷ নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে৷ (প্রতীকী ছবি)
এআইআইএমএস প্রাক্তন ডিরেক্টর ও সিনিয়র পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়া জানিয়ছে, ‘করোনার এই বিশেষ প্রজাতিটি আরও অনেক বেশি সংক্রামক৷ এটি দ্রুত ছড়িয়ে পড়ছে৷ এটি ক্রমে প্রধান ভ্যারিয়্যান্ট হয়ে দাঁড়াচ্ছে৷ এটি আরও বেশি সংক্রামক হয়ে দাঁড়াচ্ছে৷’ (প্রতীকী ছবি)
এআইআইএমএস প্রাক্তন ডিরেক্টর ও সিনিয়র পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়া জানিয়ছে, ‘করোনার এই বিশেষ প্রজাতিটি আরও অনেক বেশি সংক্রামক৷ এটি দ্রুত ছড়িয়ে পড়ছে৷ এটি ক্রমে প্রধান ভ্যারিয়্যান্ট হয়ে দাঁড়াচ্ছে৷ এটি আরও বেশি সংক্রামক হয়ে দাঁড়াচ্ছে৷’ (প্রতীকী ছবি)
তিনি আরও বলেছেন, ‘এই প্রজাতির সংক্রমণের ফলে ইনফেকশন লোড বাড়ছে বেশি ও হসপিটালাইজেশনও বাড়ছে৷ এর ফলে উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা লাগা, গলা ব্যাথা, নাক দিয়ে জ্বল পড়া ও গা ব্যাথা৷’(প্রতীকী ছবি)
তিনি আরও বলেছেন, ‘এই প্রজাতির সংক্রমণের ফলে ইনফেকশন লোড বাড়ছে বেশি ও হসপিটালাইজেশনও বাড়ছে৷ এর ফলে উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা লাগা, গলা ব্যাথা, নাক দিয়ে জ্বল পড়া ও গা ব্যাথা৷’(প্রতীকী ছবি)
তিনি আরও বলেছেন, ‘আমাদের উচিত এমন একটি ভ্যাকসিন তৈরি করা যেটির প্রভাব থাকবে সমস্ত রকম ভাইরাসের প্রজাতির উপর৷ ওমিক্রন ভাইরাসের একটি প্রজাতি হল জেএন ওয়ান৷ তার আগে একটি সমীক্ষা দেখতে হবে৷ সেখানে দেখতে হবে আদৌ ওই ভ্যাকসিন কাজ করছে কিনা জেএন ওয়ানের উপর৷’ (প্রতীকী ছবি)
তিনি আরও বলেছেন, ‘আমাদের উচিত এমন একটি ভ্যাকসিন তৈরি করা যেটির প্রভাব থাকবে সমস্ত রকম ভাইরাসের প্রজাতির উপর৷ ওমিক্রন ভাইরাসের একটি প্রজাতি হল জেএন ওয়ান৷ তার আগে একটি সমীক্ষা দেখতে হবে৷ সেখানে দেখতে হবে আদৌ ওই ভ্যাকসিন কাজ করছে কিনা জেএন ওয়ানের উপর৷’ (প্রতীকী ছবি)
ইতিমধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক ও মিজোরামের মতো একাধিক রাজ্যে একাধিক সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরপ্রদেশের একাধিক স্থানে করোনা বিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া মিজোরামে উৎসবের মরশুমে করোনাবিধি মেনে চলতে বলা হয়েছে৷ কর্ণাটকেও করোনা বিধি মানতে বলা হয়েছে৷   (প্রতীকী ছবি)
ইতিমধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক ও মিজোরামের মতো একাধিক রাজ্যে একাধিক সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরপ্রদেশের একাধিক স্থানে করোনা বিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া মিজোরামে উৎসবের মরশুমে করোনাবিধি মেনে চলতে বলা হয়েছে৷ কর্ণাটকেও করোনা বিধি মানতে বলা হয়েছে৷ (প্রতীকী ছবি)

Sputnik V : ভ্যাকসিন স্বস্তি! রাশিয়া থেকে ভারতে এল ‘তৃতীয় ভ্যাকসিন’ স্পুটনিক ভি…

 

#হায়দরাবাদ : রাশিয়া থেকে ভারতে পৌঁছাল স্পুটনিক ভি৷ আজ বিকেল ৪টে নাগাদ মস্কো থেকে বিশেষ বিমানে হায়দরাবাদে এল করোনার টিকা৷ প্রথম দফায় স্পুটনিক ভি-এর দেড় লাখ ডোজ় ভারতে এসেছে ৷ এই মাসেই রাশিয়া থেকে আরও ১০ লাখ ডোজ় ভারতে আসার কথা রয়েছে ৷

দেশে এখনও পর্যন্ত যে ভ্যাকসিনগুলি ব্যবহার করা হচ্ছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিন — দু’টিরই চাহিদা অনুযায়ী জোগান দেওয়া যাচ্ছে না টিকাকরণ কেন্দ্রগুলিতে৷ অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, নাম নথিভুক্ত থাকা সত্বেও টিকা পাচ্ছেন না ইচ্ছুক ব্যক্তিরা। টিকাকরণ কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে অনেককেই৷ টিকার অপ্রতুলতার জন্য টিকাকরণই বন্ধ রেখেছে বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল। এই পরিস্থিতিতে তৃতীয় বিকল্প হিসেবে স্পুটনিক ভি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ শনিবার তারই প্রথম দফার দেড় লাখ ডোজ় হায়দরাবাদে এসে পৌঁছাল ৷

আগের দুটি ভ্যাকসিন অর্থাৎ, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ভারতেই তৈরি হয়েছে ৷ স্পুটনিক ভি প্রথম করোনা ভ্যাকসিন যা বাইরে থেকে আমদানি করল ভারত ৷ গত মাসেই ডিজিসিআই-এর তরফে স্পুটনিক ভি-এর জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়৷ এদিকে আজ থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে ইচ্ছুক সকলকে করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ফলে টিকার চাহিদা আগের তুলনায় আরও বাড়বে৷ এই পরিস্থিতিতে স্পুটনিক ভি এ-দেশের করোনা টিকাকরণে বিশেষভাবে কার্যকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

প্রসঙ্গত, বিশ্ববাজারে এই প্রতিষেধক স্পুটনিক ভি-ই প্রথম করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। এটি তৈরি হয়েছে মস্কোয়। ভারতীয় বাজারে এটি তৃতীয় কোভিড প্রতিষেধক। অতিমারির সঙ্কটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কনট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারে সম্মতি দেয়।

#StayStrongIndia:‘শক্ত হও ভারত’, বুর্জ খলিফায় তেরঙা এঁকে বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহি

#দুবাই: ‘করোনা যুদ্ধে ভারতের পাশে আছি আমরা,’ বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা (Burj Khalifa)-র গায়ে তেরঙ্গা (Tricolour) এঁকে এমনই বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহি (UAE) । রবিবার রাতে দুবাইয়ের বুর্জ খলিফার রং বদলে যায় কিছুক্ষণের জন্য । ভারতের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে সর্বচ্চ এই বহুতল । এরপরেই বুর্জ খলিফার গায়ে ভেসে ওটে কয়েকটি শব্দবন্ধ । #StayStrongIndia । অর্থাৎ ‘শক্ত হও ভারত’ । বুর্জ খলিফার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভারতের পাশে থাকার বার্তা নিয়ে একটি পোস্টও করা হয় । তাতে লেখা হয়, ‘আশা, প্রার্থনা এবং সাহায্য পাঠালাম ভারত ও সেই দেশের মানুষদের । এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে শক্ত হও ভারত ।’

এই ধরনের ঘটনা অবশ্য এর আগেও দেখা গিয়েছে বুর্জ খলিফায়। বলিউড অভিনেতা তথা দুবাইয়ের পর্যটন দূত শাহরুখ খানের জন্মদিনের দিনেও শুভেচ্ছা বার্তা দেখা গিয়েছিল এই বহুতলের গায়ে। এ বার করোনা পরিস্থিতিতে পাশে দাঁড়াল তারা।

এ দিন বুর্জ খলিফা ছাড়াও UAE-র আরও কিছু সৌধে ভারতের জাতীয় পতাকার তিনটি রঙ ভেসে ওঠে । সে দেশের বহু মানুষ ট্যুইটারে সেই ছবি শেয়ার করে এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেন । অনেকে দুঃখ প্রকাশ করেন, কেউ বা প্রর্থনা করেন ভারতের জন্য ।

করোনার ছোবলে ভারতের অবস্থা ভয়াবহ । করোনার দ্বিতীয় ঢেউয়ের সেই ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতেই তৃতীয়, চতুর্থ ঢেউ আছড়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশ জুড়ে । হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছেন সাধারণ মানুষ । এই অবস্থায় ভারতের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ ।

ভারতের কোভ্যাকসিন দারুণ সুরক্ষায় নজর কেড়েছে বিশ্বের, উচ্ছ্বসিত আইসিএমআর

#নয়াদিল্লি: দেশ জুড়ে করোন টিকাকরণের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্র৷ আগামী সপ্তাহের মধ্যে ভৌগলিক অবস্থানের বিচারে অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাত ও পঞ্জাবে শুরু হয়ে যাবে করোনা টিকার ড্রাই রান৷ এর মধ্যেই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দুর্দান্ত এক খবর শোনাল৷ তারা জানাচ্ছে ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা ‘কোভ্যাকসিন’ বিশ্বে অলোড়ন ফেলে দিয়েছে৷

আইসিএমআর তাদের টুইটারে জানিয়েছে, “আইসিএমআর ও ভারত বায়োটেক যৌথভাবে যে দেশীয় কোভিড-১৯ কোভ্যাকসিন টিকা তৈরি করেছে তা অভূতপূর্ব এক নজির গড়েছে৷ দেশের মধ্যে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে, এই কোভ্যাকসিন সুরক্ষার দিক থেকেও নজর কেড়েছে৷ পাশাপাশি এর অনাক্রম্যতা প্রোফাইল দেখে ল্যানসেটও (চিকিৎসাবিদ্যা বিষয়ক পত্রিকা) আগ্রহ প্রকাশ করেছে৷” আইসিএমআর আরও জানিয়েছে, “প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কোভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়ালই তৃতীয় পর্যায়ের রাস্তা তৈরি করে দিয়েছে৷ এই মুহূর্তে এটি ২২টি সাইট জুড়ে চলছে৷”

চিন, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ। কিন্তু ভারতে একাধিক টিকার ট্রায়াল রান শুরু হলেও, এখনও পর্যন্ত টিকাকরণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার। জানা যাচ্ছে আগামী সপ্তাহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাকে টিকার জন্য অনুমোদন দেওয়া হতে পারে। এর পাশাপাশি আপৎকালীন স্থিতিতে ব্যবহারের জন্য ভারত বায়োটেক এবং ফাইজারকে অনুমোদন দিতে পারে কেন্দ্র। টিকা সুরক্ষিত প্রমাণ হলেই ভারতে টীকাকরণ শুরু হবে৷

বাজারে এল Xiaomi-র Mi KN95 মাস্ক, দাম মাত্র ২৫০ টাকা জোড়া !

দিন দিন বেড়ে চলেছে সংক্রমণ। সর্বদা প্রাথমিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে। এর জেরে ধীরে ধীরে মানুষজনও এক নতুন জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করেছেন। এই অবস্থায় প্রতিটি ব্যবসায়িক ক্ষেত্রই নিজেদের মতো করে করোনা-উদ্ভূত পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। সেই পথ ধরে এক নতুন পদক্ষেপ করল Xiaomi। এ বার বাজারে এল Mi KN95 মাস্ক।

সম্প্রতি এক ট্যুইট বার্তায় শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জানিয়েছেন, এর আগে দেশজুড়ে নানা হাসপাতালের চিকিৎসকদের মধ্যে Mi KN95 মাস্ক বিতরণ করা হয়েছে। এ বার সাধারণ মানুষের জন্য উপলব্ধ হবে এই মাস্ক। তিনি আরও জানিয়েছেন, ফোর লেয়ার প্রোটেকশন রয়েছে এই মাস্কে। পাশাপাশি রয়েছে ৯৫ শতাংশ ব্যাকটেরিয়াল ফিল্টার এফিসিয়েন্সি (BFE) অর্থাৎ প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া প্রবেশ প্রতিরোধ করতে পারে এই Mi KN95 মাস্ক।

Mi স্টোরে পাওয়া যাবে Mi KN95 মাস্ক। যে প্যাকেটে দু’টি মাস্ক রয়েছে, তার দাম হচ্ছে ২৫০ টাকা এবং পাঁচটি মাস্কের প্যাকেটের দাম ৬০০ টাকা। ডিজাইনের দিক থেকেও এই মাস্ক যথাযথ। শুধুমাত্র সাদা রঙেই পাওয়া যাচ্ছে Mi KN95। মেল্ট-ব্লোন ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়েছে এই মাস্কের দুটি লেয়ার বা স্তর। যা সহজে ব্যাকটেরিয়া বা ছোট ছোট বায়ুকণাকে পরিস্রুত করতে পারে। এ বিষয়ে প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই মাস্কে যে মাইক্রো ফিলট্রেশন জিনিস ব্যবহার করা হয়েছে তা খুবই নরম, হালকা ও ত্বকের পক্ষে আরামদায়ক। তাই দীর্ঘক্ষণ যে কেউই এই মাস্ক পরতে পারবেন. এতে কোনও রকম অস্বস্তি হবে না। পাশাপাশি মাস্কটি পরার জন্য কানের কাছে যে ইলাস্টিক ইয়ারলুপস ব্যবহার করা হয়েছে, তাও অত্যন্ত নরম। তাই দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলেও কানের আশেপাশে কোনও ব্যথা অনুভব হবে না। নাকের উপরের দিকের অংশে এই মাস্কটিকে খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে নাকের চারপাশে ও মাস্কের মধ্যে যাতে কোনও ফাঁকা জায়গা না থাকে সে বিষয়েও নজর দেওয়া হয়েছে। এর জেরে যাঁরা চশমা পরেন, তাঁদেরও কোনও অসুবিধা হবে না। মাস্ক পরা অবস্থায় চশমার উপর নিশ্বাসের কোনও আস্তরণ পড়বে না।

ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে এর আগেও বেশ কয়েকটি গৃহস্থালির সামগ্রী বাজারে এনেছে Xiaomi। গতমাসেই শাওমির তরফে টাচ ফ্রি হ্যান্ডওয়াশ হিসেবে Mi অটোমেটিক সোপ ডিসপেনসার লঞ্চ করা হয়েছিল। এই মুহূর্তে Mi.com ও Mi হোম স্টোরে মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই অটোমেটিক ডিসপেনসার। ৬০-৯০ mm ইনফ্রারেড সেন্সর সম্পন্ন এই ডিভাইজ থেকে মাত্র ০.২৫ সেকেন্ডের মধ্যেই সাবানের ফেনা ও জল বেরিয়ে আসে, যাতে সহজেই নিজের হাত পরিষ্কার করে নিতে পারেন আপনি!

বয়স ৯৫, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ !

#নয়ডা: বিশ্বব্যাপি করোনার প্রকোপ কমার নয় ৷ বরং প্রত্যেকদিন, প্রত্যেক মুহূর্তে করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ ঠিক এই আবহে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ৯৪ বছরের এক বৃদ্ধ !

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এই সুস্থ ৬০ জনের মধ্যে রয়েছেন একজন ৯৪ বছরের বৃদ্ধও ৷ তাঁর সুস্থ হওয়ার খবর পেয়ে উত্তপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান, সঙ্গে জানান, আপনিই আমাদের কাছে অনুপ্রেরণা ৷

দেখুন সেই ট্যুইট—

Unlock 1, Not Lockdown 5.0: নতুন গাইডলাইন নিয়ে সাধারণের মিম, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

#নয়াদিল্লি: ভারতে এখনই লকডাউন তোলাটা আত্মঘাতী হতে পারে। কড়া লকডাউনের পাশাপাশি প্রয়োজন কন্ট্রাক্ট ট্রেসিং। তা না হলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভাল। আজ, ৩১মে শেষ হচ্ছে লকডাউন ৪। ঘটনাচক্রে শনিবারই লকডাউন থেকে বেরনোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। লকডাউন নয়, আনলক ১। অর্থাৎ লকডাউন থেকে ধাপে ধাপে লকডাউন মুক্তির দিকে এগিয়ে যাওয়া। শনিবার বিকেলে কেন্দ্রের নির্দেশিকা এল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তে দেশজুড়ে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চললেও, জোনের বাইরে দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এবারের লকডাউনের নাম দেওয়া হয়েছে, ‘Unlock 1.0’‌। দেখে নেওয়া যাক, কন্টেইমেন্ট জোনের বাইরে ঠিক কী কী চালু করার অনুমতি ‌দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপ, যেটিকে Phase ।

নতুন নির্দেশিকা প্রকাশ হওয়ার পর অনেকেই ঠিক বুঝতে পারছেন না এমন লকডাউনের মানে কী? এটাকে কী  আর লকডাউন বলা যাবে? দেখে নিন কী ভাবে রিঅ্যাক্ট করলেন নেটিজেনরা

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১ জুলাই, পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন নির্দিষ্ট করল বোর্ড

#নয়াদিল্লি: দেশব্যাপী পরীক্ষার সূচি অবশেষে ঘোষণা করল সিবিএসই বোর্ড। পূর্ব ঘোষণা মতই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১লা জুলাই থেকে থেকে ১৫ই জুলাই পর্যন্ত নেবে সিবিএসই বোর্ড।সোমবার ট্যুইট করে সিবিএসই বোর্ডের উত্তর পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এবং সারা দেশব্যপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি কী কী গাইডলাইন মেনে চলতে হবে ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবকদের সে বিষয়ে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

বোর্ডের তরফে যে দেশব্যাপী পরীক্ষার সূচি  দেওয়া হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর জন্য তা হল :

১লা জুলাই হবে হোম সায়েন্স পরীক্ষা

২রা জুলাই হবে হিন্দি পরীক্ষা

৭ই জুলাই হবে নতুন সিলেবাসের ইনফরমেটিক প্র্যাকটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং পুরনো সিলেবাসের ইনফরমেটিক্স প্র্যাকটিক্যাল ও কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে ইনফরমেশন সায়েন্স পরীক্ষা।

৯ই জুলাই হবে বিজনেস স্টাডিজ পরীক্ষা।

১০ই জুলাই হবে বায়োটেকনোলজি পরীক্ষা।

১১ই জুলাই হবে ভূগোল পরীক্ষা।

১৩ই  জুলাই হবে সোশিওলজি পরীক্ষা।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আগেই জানিয়েছিলেন সিবিএসই সারাদেশব্যাপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য যে যে বিষয়গুলি কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই বিষয় গুলি পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি বোর্ডের তরফে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। তা হল:

১) ছাত্র-ছাত্রীদের নিজেদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে হবে ট্রান্সপারেন্ট বোতলে।

২) সব ছাত্র-ছাত্রীদের নাক-মুখ মাস্ক অথবা কাপড় দিয়ে ঢেকে আসতে হবে।

৩) সব ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বিধির নিয়ম মেনে চলতে হবে ক্লাসরুমে।

৪) অভিভাবকদের জানাতে হবে করোনাভাইরাস আটকাতে কি কি পদক্ষেপ নিয়েছেন তারা।

৫) অভিভাবকদের নিশ্চিত করতে হবে তাদের সন্তানের জ্বর হয়নি।

৬) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলতে হবে।

৭) পরীক্ষা কেন্দ্র গুলো যে সমস্ত বিধি জারি করবে পরীক্ষা নেওয়ার জন্য তা মেনে চলতে হবে সব পরীক্ষার্থীদের।

৮) কত সময়ের জন্য পরীক্ষা হবে তা পরীক্ষার্থীদের এডমিট কার্ডে দেওয়া থাকবে।

৯) সকাল ১০ টা থেকে ১৫মিনিট ধরে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে।

১০)১০:১৫ থেকে ১০ টা ৩০ পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পড়বেন।

১১) সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে ছাত্র-ছাত্রীদের।

সিবিএসই বোর্ড সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্র গুলি কিভাবে পরীক্ষা নেবে ছাত্র-ছাত্রীদের তার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বোর্ডের তরফেও গাইডলাইন দেওয়া হবে। এই বিষয়ে বোর্ডের আধিকারিকরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে বলে জানা গেছে।এ দিকে দীর্ঘদিন বাদে পরীক্ষার সূচি ঘোষণা হওয়াতে খুশি ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে কলকাতার অভিনব ভারতী স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত বলেন ” আমরা আশা করছি ছাত্র-ছাত্রীদের কিভাবে আমরা পরীক্ষা নেব তার জন্য বিস্তারিত গাইড লাইন পাব। তবে এটা ভালো খবর ছাত্র-ছাত্রীদের জন্য যে তাদের পরীক্ষাটা হচ্ছে। আমরা আশা রাখছি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরাও আমাদের সহযোগিতা করবেন।”

Somraj Bandopadhyay

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষার দিন ঘোষিত, ১ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা

#নয়াদিল্লি: অবশেষে সিবিএসই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল বোর্ড ৷ সোমবার সকালে পূর্বের ঘোষণা মতোই ট্যুইট করে পরীক্ষা সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ সেই সূচি মতোই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে পয়লা জুলাই থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত ৷

অন্যদিকে, দশম শ্রেণির বাকি থাকা বিষয়ের পরীক্ষা সূচিও ট্যুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ পরীক্ষাগুলিও নেওয়া হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই ও ১৫ জুলাই তারিখে ৷ দশম শ্রেণির পরীক্ষা, শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের জন্য যারা দিল্লিতে হিংসার জন্য ৬টি বিষয়ের পরীক্ষা দিতে পারিনি ।

সিবিএসই বোর্ড গত ৮ই মে ঘোষণা করে জানিয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলো ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর জেরে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। গত পয়লা এপ্রিল সিবিএসই বোর্ডের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল বোর্ড সেই বিষয়গুলির পরীক্ষা নেবে যেগুলি কলেজের ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাখে। শুধুমাত্র উত্তরপূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রম রেখে দশম শ্রেণির সব পরীক্ষাই ওই নোটিশে বাতিল করে দেওয়া হয় ।

লকডাউনে ফের জমায়েত! হাওড়ায় খণ্ডযুদ্ধ পুলিশ-উন্মত্ত জনতার

#কলকাতা: লকাডাউনের মধ্যে জমায়েত আটকাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। হাওড়ার অন্যতম কনটেইনমেন্ট জোন টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে মঙ্গলবার দুপুরে জমায়েতের খবর পেয়ে পুলিশ পৌঁছয়। ভিড় সরাতে গেলে উন্মত্ত জনতা উলটে পুলিশকেই মারধর করতে থাকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় টিকিয়াপাড়া এলাকা। অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও। দেখা যায় এক পুলিশকর্মীকে কয়েকশো মানুষ ঘিরে ধরেছে। ভিডিওটির সত্যতা নিউজ১৮ যাচাই করেনি।

এ দিন মারধরের পাশাপাশি  পুলিশকে লক্ষ করে ইঁট ছোঁড়ারও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনী পৌঁছয় টিকিয়াপাড়ায়। সেই গাড়ি ঘিরেও ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। পুলিশের অভিযোগ, লকডাউনকে উপেক্ষা করে অবাধেই ঘোরাফেরা করছিলেন সেখানকার মানুষ। বাধা দিতে গেলেই এই ঘটনা ঘটে।

সোমবারই মুখ্যমন্ত্রী ২২৭টি কন্টেমনেন্ট জোনের কথা ঘোষণা করেন। তার মধ্যেই ছিল হাওড়ার এই অঞ্চল। সেখানেই লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে জনরোষের মুখে পড়ল পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে সব মহল থেকেই। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।”