Tag Archives: corona state lock down

নেপাল থেকে ফিরলেন ২৪৭ পরিযায়ী শ্রমিক, ট্যুইটে মমতাকে ধন্যবাদ জানালেন দেব

#কলকাতা: সাংসদ অভিনেতা দেবের উদ্যোগে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় নেপাল থেকে ঘাটালে নিজের বাড়ি পৌঁছালেন ২৪৭ জন পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় বৃহস্পতিবার নেপাল থেকে ৩৫ জন শ্রমিক ফেরানোর ব্যবস্থা করেছিলেন তিনি। নেপালে প্রায় ৭০০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। শুক্রবার নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন দেব। সঙ্গে এই কথাও জানিয়েছিলেন যে বিভিন্ন ব্যাচে ভাগ করে এই সমস্ত শ্রমিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন ৷  কথা রাখলেন সাংসদ দীপক অধিকারী।

রবিবার দুপুরে ঘাটাল পৌঁছাল ২৪৭ পরিযায়ী শ্রমিক। এঁদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন। শুধু ফেরানোই নয়, তাঁদের পানীয় জল, খাবার ও বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থাও করা হয়। ফিরে আসার পর, ঘাটাল মহকুমা হাসপাতালে তাঁদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

নেপালে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কথা জানতে পেরে তড়িঘড়ি উদ্যোগী হন দেব। জেলা শাসকদের সঙ্গে কথা বলেন ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চান। বিষয়টা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক অবধি পৌঁছতে সময় লাগে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় অবিলম্বে প্রথম দফায় কিছু শ্রমিককে ঘরে ফিরিয়ে আনেন দেব। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ট্যুইটারে ধন্যবাদও জানান তিনি।

ঘাটালের প্রচুর স্বর্ণশিল্পী ভিন রাজ্যে কাজ করেন। তাঁদের সকলকে বাড়ি ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেব। হাতি মৃত্যুতে সকলের প্রতিবাদ অথচ পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদাসীনতাকে কটাক্ষ করে টুইটারে পোস্ট করেন সাংসদ-অভিনেতা। ঘাটালের সাধারণ মানুষের জন্য চিন্তিত দেব।
জম্মু থেকেও পরিযায়ী শ্রমিক ফেরানোর ব্যবস্থা করেছেন তিনি। ৩-৪ লক্ষ পরিযায়ী শ্রমিক এখন পর্যন্ত ঘাটালে ফিরেছেন। তাঁদের কোয়ারেন্টাইন ও থাকা-খাওয়ার সমস্যা ক্রমাগত খুব বড় আকার নিচ্ছে।

Arunima Dey

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১ জুলাই, পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন নির্দিষ্ট করল বোর্ড

#নয়াদিল্লি: দেশব্যাপী পরীক্ষার সূচি অবশেষে ঘোষণা করল সিবিএসই বোর্ড। পূর্ব ঘোষণা মতই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১লা জুলাই থেকে থেকে ১৫ই জুলাই পর্যন্ত নেবে সিবিএসই বোর্ড।সোমবার ট্যুইট করে সিবিএসই বোর্ডের উত্তর পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এবং সারা দেশব্যপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি কী কী গাইডলাইন মেনে চলতে হবে ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবকদের সে বিষয়ে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

বোর্ডের তরফে যে দেশব্যাপী পরীক্ষার সূচি  দেওয়া হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর জন্য তা হল :

১লা জুলাই হবে হোম সায়েন্স পরীক্ষা

২রা জুলাই হবে হিন্দি পরীক্ষা

৭ই জুলাই হবে নতুন সিলেবাসের ইনফরমেটিক প্র্যাকটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং পুরনো সিলেবাসের ইনফরমেটিক্স প্র্যাকটিক্যাল ও কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে ইনফরমেশন সায়েন্স পরীক্ষা।

৯ই জুলাই হবে বিজনেস স্টাডিজ পরীক্ষা।

১০ই জুলাই হবে বায়োটেকনোলজি পরীক্ষা।

১১ই জুলাই হবে ভূগোল পরীক্ষা।

১৩ই  জুলাই হবে সোশিওলজি পরীক্ষা।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আগেই জানিয়েছিলেন সিবিএসই সারাদেশব্যাপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য যে যে বিষয়গুলি কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই বিষয় গুলি পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি বোর্ডের তরফে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। তা হল:

১) ছাত্র-ছাত্রীদের নিজেদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে হবে ট্রান্সপারেন্ট বোতলে।

২) সব ছাত্র-ছাত্রীদের নাক-মুখ মাস্ক অথবা কাপড় দিয়ে ঢেকে আসতে হবে।

৩) সব ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বিধির নিয়ম মেনে চলতে হবে ক্লাসরুমে।

৪) অভিভাবকদের জানাতে হবে করোনাভাইরাস আটকাতে কি কি পদক্ষেপ নিয়েছেন তারা।

৫) অভিভাবকদের নিশ্চিত করতে হবে তাদের সন্তানের জ্বর হয়নি।

৬) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলতে হবে।

৭) পরীক্ষা কেন্দ্র গুলো যে সমস্ত বিধি জারি করবে পরীক্ষা নেওয়ার জন্য তা মেনে চলতে হবে সব পরীক্ষার্থীদের।

৮) কত সময়ের জন্য পরীক্ষা হবে তা পরীক্ষার্থীদের এডমিট কার্ডে দেওয়া থাকবে।

৯) সকাল ১০ টা থেকে ১৫মিনিট ধরে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে।

১০)১০:১৫ থেকে ১০ টা ৩০ পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পড়বেন।

১১) সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে ছাত্র-ছাত্রীদের।

সিবিএসই বোর্ড সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্র গুলি কিভাবে পরীক্ষা নেবে ছাত্র-ছাত্রীদের তার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বোর্ডের তরফেও গাইডলাইন দেওয়া হবে। এই বিষয়ে বোর্ডের আধিকারিকরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে বলে জানা গেছে।এ দিকে দীর্ঘদিন বাদে পরীক্ষার সূচি ঘোষণা হওয়াতে খুশি ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে কলকাতার অভিনব ভারতী স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত বলেন ” আমরা আশা করছি ছাত্র-ছাত্রীদের কিভাবে আমরা পরীক্ষা নেব তার জন্য বিস্তারিত গাইড লাইন পাব। তবে এটা ভালো খবর ছাত্র-ছাত্রীদের জন্য যে তাদের পরীক্ষাটা হচ্ছে। আমরা আশা রাখছি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরাও আমাদের সহযোগিতা করবেন।”

Somraj Bandopadhyay

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষার দিন ঘোষিত, ১ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা

#নয়াদিল্লি: অবশেষে সিবিএসই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল বোর্ড ৷ সোমবার সকালে পূর্বের ঘোষণা মতোই ট্যুইট করে পরীক্ষা সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ সেই সূচি মতোই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে পয়লা জুলাই থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত ৷

অন্যদিকে, দশম শ্রেণির বাকি থাকা বিষয়ের পরীক্ষা সূচিও ট্যুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ পরীক্ষাগুলিও নেওয়া হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই ও ১৫ জুলাই তারিখে ৷ দশম শ্রেণির পরীক্ষা, শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের জন্য যারা দিল্লিতে হিংসার জন্য ৬টি বিষয়ের পরীক্ষা দিতে পারিনি ।

সিবিএসই বোর্ড গত ৮ই মে ঘোষণা করে জানিয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলো ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর জেরে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। গত পয়লা এপ্রিল সিবিএসই বোর্ডের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল বোর্ড সেই বিষয়গুলির পরীক্ষা নেবে যেগুলি কলেজের ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাখে। শুধুমাত্র উত্তরপূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রম রেখে দশম শ্রেণির সব পরীক্ষাই ওই নোটিশে বাতিল করে দেওয়া হয় ।

Coronavirus: সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, শরীরে কমছে করোনার প্রভাব

#লন্ডন: করোনা থেকে দ্রুত সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ অবস্থার উন্নতি হওয়ায় ICU থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হয়েছে রিকভারি ইউনিটে ৷ জানা গিয়েছে, এখন অল্প অল্প হাঁটাচলাও করতে পারছেন বরিস ৷

দুসপ্তাহ আগে কোভিড ১৯-এ আক্রান্ত হন বরিস জনসন ৷ তারপর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করানো হয় ৷

অবস্থার উন্নতি হলেও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তিনি ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন সিনেমা দেখে এবং সুদোকু সমাধান করেই কাটাচ্ছেন তাঁর অবসর ৷ ইতিমধ্যেই হাসপাতালে শুয়ে লর্ড অফ দ্য রিংস ট্রিলজি ও ব্রিটিশ কমেডি উইথনেল অ্যান্ড আই দেখে ফেলেছেন তিনি ৷ তাঁর বিপদমুক্ত হওয়ার খবরে স্বস্তিতে রবিসের পরিবার সহ দেশের মানুষও ৷