মেডেল হাতে বাবা-মায়ের সঙ্গে যুবক

Nadia News: পাওয়ার লিফটিংয়ে অনূর্ধ্ব ১৯ প্রতি‌যোগিতায় সমস্ত রেকর্ড ভেঙে দিল রানাঘাটের যুবক

রানাঘাট: নদিয়ার রানাঘাটের ছেলে সোহান দেশের মধ্যে নতুন রেকর্ড গড়ল। রানাঘাটের গর্ব সোহান দাস। বয়স ১৭। এ বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারতে পূর্বের সব রেকর্ড ভেঙে দিল রানাঘাটের গর্ব সোহান দাস। কয়েক দিন আগে মধ্যপ্রদেশে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়। সেখানে নিজের দক্ষতার সঙ্গে আগের অনূর্ধ্ব ১৯ এর রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মুকুট ছিনিয়ে নিল সোহান। এর আগে রেকর্ড ছিল ২১০, কিন্তু রানাঘাটের ছেলে সোহান ২১২ .৫ কেজি ওজন তুলে সব রেকর্ড ভেঙে দেয়।

সোহান জানায়, পড়াশোনার পাশাপাশি সে পাওয়ার লিফটিং কম্পিটিশন ডিস্ট্রিক্টে আন্ডার ২৫-এ দ্বিতীয় হয়েছিল। রানাঘাট হারকিউলিস জিম থেকে তার প্রশিক্ষণ নেওয়া। বাবা মায়ের সাপোর্ট সব সময় পেয়েছে। আরও বড় চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে চায় সে। রানাঘাটের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য আরও মুকুট ছিনিয়ে আনাই লক্ষ্য সোহানের।

আরও পড়ুনঃ Car Parking: গাড়ি পার্কিং নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের! আগে যা কোনও দিন হয়নি

সেই কারণেই এবার সে প্রস্তুতি নিচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের। আগামী অক্টোবর কিংবা নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই তার নাম নথিভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ সাব জুনিয়ার ইউথ কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে তার।

Mainak Debnath