ভার্চুয়ালি বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

Abhishek Banerjee: হাজার-হাজার মানুষ অপেক্ষায়, তবুও পৌঁছতে পারলেন না অভিষেক! যা ঘটল, মন খারাপ বীরভূমের

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর ভোটের আগে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল বীরভূমের বিনোদপুর মাঠে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন বেলা ২:৩০ নাগাদ সভার ময়দানের পাশে একটি অস্থায়ী হেলিপ্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল। এরপরই সেখান থেকে সভাস্থলে এসে শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করতেন তিনি।

তবে সভায় সব কিছু ব্যবস্থা থাকলেও উপস্থিত হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই মেঘলা আবহাওয়া রয়েছে বীরভূমে। সকালের দিকে মাঝারি বৃষ্টিপাত হয়, তবে জল ঝড় উপেক্ষা করেই জনসভায় প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত হন। প্রসঙ্গত কয়েক দিন আগেই বীরভূমের হাসান বিধানসভার অন্তর্ভুক্ত তারাপীঠের একটি বেসরকারি হোটেলে কর্মীদের নিয়ে সভা করেন অভিষেক। এর পরেই এই দিন পুনরায় আবার শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, সেই কারণে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় বিনোদপুর মাঠ।

আরও পড়ুন: এবার প্রাথমিক নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! ২০২০ প্রক্রিয়ায় পড়ল ‘দাঁড়ি’

এদিনের জনসভায় কয়েক হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস লেখা টুপি পরে, আবার কেউ লক্ষ্মীর ভাণ্ডার অথবা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের পোস্টার নিয়ে হাজির হন। আবার কেও ‘WE LOVE AB ‘ লেখা অভিষেকের ছবি নিয়ে হাজির হন। তবে শেষ মুহূর্তে সমস্ত বাতিল হয়। ময়দানে তখন প্রায় ২০ হাজার কর্মী সমর্থক। স্টেজে উঠে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার এবং রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারছেন না। কিন্তু কেন?

আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, সকাল থেকেই আবহাওয়া খারাপ জেলায়।সকালে বৃষ্টি থামার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাট থেকে বীরভূমের উদ্দেশ্যে হেলিকপ্টার করে রওনা দিলেও ১১ মিনিট হেলিকপ্টার ওড়ার পরে আবহাওয়া খারাপ থাকার কারণে পুনরায় অবতরণ করতে হয়।এর ফলেই বীরভূমের জনসভায় যোগদান করতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কলকাতা থেকেই ভার্চুয়ালি ভাবে জনসভায় যোগদান করেন।

—– সৌভিক রায়