বীরভূমে রুদ্রনীল ঘোষ

Lok Sabha Election 2024: : বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে বীরভূমে অভিনেতা রুদ্রনীল ঘোষ

বীরভূম: অপেক্ষার আর মাত্র হাতে চারটি দিন। তারপরেই চতুর্থ দফায় বীরভূমের লোকসভা নির্বাচন। মঙ্গলবার তৃতীয় দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর এই লোকসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এক কথায় সমস্ত রাজনৈতিক দল কেও কারোকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। সূর্যের আলো ফোটা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার কর্ম চালাচ্ছেন। রাজনৈতিক ময়দানে কেউ কারোকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ।

আর এই লোকসভা নির্বাচনের আগে বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবতনু ভট্টাচার্য এর সমর্থনে বীরভূমের নলহাটি বিধানসভার অন্তর্ভুক্ত কুরুমগ্রাম হসপিটাল ময়দানে জনসভায় যোগদান করতে আসেনবাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা এবং রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। বাংলা চলচ্চিত্র জগতের সেই অভিনেতাকে একবার দেখার জন্য সাধারণ মানুষের সমাগম ঘটে।গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমান। ৮ থেকে ৮০, মহিলা থেকে শুরু করে পুরুষ সকলেই উপস্থিত হন অভিনেতাকে দেখার জন্য।

আরও পড়ুন : ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন ভাবে নিজেদের প্রচার চালাচ্ছেন।কোথাও দেখা যাচ্ছে নতুনত্ব দেওয়াল লিখন আবার কেউনিজেই গান লিখে সেই গানের শুটিং করে প্রচার চালাচ্ছেন নিজের দলকে চাঙ্গা করতে।কেও ঘুরছেন হুডখোলা গাড়িতে, আবার কেউপায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রচার চালাচ্ছেন।কেউনিয়ে আসছেন হেবিওয়েটনেতা নেত্রীদের। সেই মতই বীরভূমে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এবার প্রচারে এলেন অভিনেতা এবং রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন : চোখে না দেখেও মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর

দীর্ঘ পাঁচ বছর পর হয়ে লোকসভা নির্বাচন, সাধারণ মানুষ ভোট দেননেতা নেত্রীদের। রুদ্রনীল ঘোষ স্টেজে বক্তব্য রাখতে শুরু করতেই সাধারণ মানুষের উচ্ছাস বাঁধ ভাঙাছিল।রুদ্রনীল তার সিনেমার ডায়লগ শোনানোর পাশাপাশি বিভিন্ন কবিতা শুনিয়ে দর্শকদের মনকাড়েন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এক কথায় ভোটের ময়দানে যুদ্ধ জারি রয়েছে। এখন দেখার বিষয় সাধারণ মানুষ কাকে সমর্থন করে।

সৌভিক রায়