প্রতিকী ছবি

Post Poll Violence: ভোটের পরের দিনই রণক্ষেত্র মুর্শিদাবাদ, ছররা গুলিতে বিদ্ধ হল চার শিশু

মুর্শিদাবাদ: মঙ্গলবার ছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। পাশাপাশি ছিল ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচন। কিন্তু এই নির্বাচনে কোনও রক্ত না ছড়িয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হয় কোথাও কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই। তবে ভোট মিটতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। আর গুলিবিদ্ধ হল চারজন শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হোসেনাবাদ গ্রামে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ও জোট প্রার্থীর কর্মীদের সঙ্গে বিবাদ শুরু হয় সকালবেলায়। ছররা গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়। প্রত্যেকের বয়স বয়স ছয় থেকে আট বছর। ভগবানগোলা দু’নম্বর ব্লকের হোসেনাবাদ গ্রামে দুই পক্ষের মারপিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশি তৎপরতায় সংঘর্ষ থামলেও এখনও উত্তেজনা রয়েছে গ্রামে।

আরও পড়ুন: ভাইপো আনন্দকে হঠাৎ দলীয় পদ থেকে সরিয়ে দিলেন, ভোটের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্তে জোর জল্পনা

স্হানীয় বাসিন্দারা জানান, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার হোসেনাবাদে ধুন্ধুমার সংঘর্ষ বাঁধে গ্রাম্য বিবাদ কে কেন্দ্র করে বুধবার সকালে। আর সেই সংঘর্ষের মাঝে পড়ে আহত হন ৪জন শিশু। আর ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মূলত ছররা গুলি চালায় দুস্কৃতীরা। আর সেই গুলিতেই গুলিবিদ্ধ হন চারজন শিশু।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কারও পেটে ও হাতে লেগেছে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

কৌশিক অধিকারী