আক্রান্ত মহিলা

Lok Sabha Election 2024: স্থানীয় মহিলারা চেয়েছিলেন প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে, তাতেই এত কান্ড!

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বাগদায় বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয় হামলা চালানোর। এমনকি, প্রার্থীর গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। তার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এরপরই বিজেপির তরফ থেকে প্রার্থীকে খুনের চেষ্টা করার অভিযোগ তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে।

আরও পড়ুন: পাড়ায় রমরমিয়ে চলতো বেআইনি মাদকের ব্যবসা, প্রতিবাদ করতেই আক্রান্ত প্রতিবাদীরা

যদিও ঘটনাস্থলে থাকা বিক্ষোভকারীদের অবশ্য বক্তব্য অন্য। তারা জানান, কোন রকম বিক্ষোভ দেখাতে নয়, এদিন শান্তনু ঠাকুরের সঙ্গেই দেখা করতে এসেছিলেন তারা। এমনকি গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকেই ভোট দিয়েছিলেন। তারপর পাঁচ বছর ধরে তার কোন দেখা মেলেনি। আমফান, করোনার মত মহামারীতেও তাকে এলাকায় দেখা যায়নি বলেই অভিযোগ। মতুয়া কার্ড দেওয়া হবে বলেও টাকা তুলেছেন, কিন্তু কিছুই মেলেনি। এদিন সে বিষয়ে কথা বলতেই এসেছিলেন এলাকার মহিলারা। শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডাবাহিনী দিয়ে নিরীহ এলাকার মহিলাদের ওপর আক্রমণ করে ভোটের আগে বাড়তি নজর কাড়তে চাইছেন বলেই দাবি জানান আক্রান্ত হওয়া মহিলারা। সেই মহিলাদের বাঁচাতে গেলে পুলিশের সঙ্গেও বাঁধে বচসা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাজনৈতিক রং চড়াতেই তৃণমূল আক্রমণ করেছে বলে ছড়িয়ে দেওয়া হয়। যদিও এদিনের ঘটনার পর স্থানীয় এলাকার মহিলারা বলছেন, ব্যালট বক্সেই উত্তর দেওয়া হবে এই বদনামের।

Rudra Narayan Roy