জলে ডুবে শহর

Alipurduar News: টানা বৃষ্টি,ঘরে এক হাঁটু জল, আলিপুরদুয়ার শহরে চলছে নৌকা

আলিপুরদুয়ার: ঘরের মধ্যে এক হাঁটুজল। টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরের অবস্থা এমনই। একাধিক ওয়ার্ডে জমেছে জল, চলছে নৌকা।

আরও পড়ুনঃ ইঞ্জিনে ছিল ‘ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস’, তবুও ঘটল দুর্ঘটনা! ঘাতক মালগাড়ি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত আলিপুরদুয়ারের। ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে দাঁড়িয়েছেন রাস্তায়। আলিপুরদুয়ারে টানা বর্ষণ। কালজানি-সহ অন্যান্য নদীগুলির জল বাডছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার -২২০.৪০ মিলিমিটার ওহাসিমারা- ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে অতিবর্ষণে আলিপুরদুয়ার পুর এলাকার ৮,৯,১৫,১৮,৫,১৭ নম্বর ওয়ার্ডে জল দাঁড়িয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের ভরসা নৌকা।নৌকাতে চলছে যাতায়াত। এদিকে, ডিমা নদীতে বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ায় বিপন্ন ৩৫ টি পরিবার।

প্রায় ২৫০ জন বাসিন্দাদের যাতায়াত এক প্রকার বন্ধ। আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের জল ঢুকছে ৮ নম্বর ওয়ার্ডে। স্লুইস গেট বন্ধ, গার্ডওয়াল থাকায় জল বের হতে পাচ্ছে না। ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। পুরসভা দেখে না দেখার ভূমিকা নিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানিয়েছেন, “৮ টি পাম্প রাখা হয়েছে। শহরে জল বের করে দেওয়া হবে।আর বাসিন্দাদের উদ্ধারের জন্য নৌকা মজুত রাখা হয়েছে।” আলিপুরদুয়ার শহরের জল বদ্ধতার সমস্যা মিটবে কবে? থেকে যাচ্ছে প্রশ্ন।

Annanya Dey