কাজ চলছে 

River Dam Repair: ভেসে যাবে গোটা গ্রাম, বাঁধ বাঁচাতে রাত থেকেই কাজ শুরু

আলিপুরদুয়ার: জেলায় বামনি নদীর পাড় ভাঙনের আতঙ্ক। যশোডাঙায় বামনি নদীর বাঁধের ভাঙন ঠেকাতে সোমবার রাত থেকেই জোর তৎপরতার সঙ্গে শুরু হয়েছে কাজ। এই বাঁধ ভেঙে গেলে ভেসে যাবে গোটা গ্রাম।

আলিপুরদুয়ার জেলার উত্তর যশোডাঙা এলাকায় বামনি নদীর বাঁধের একাংশ ভেঙেছিল গত বছর। সোমাবার সকালে ফের বাঁধের একাঁশ ভেঙে যায়। উত্তরবঙ্গে গত কিছুদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে সব নদীতে। তারি ধাক্কায় বামনি নদীর বাঁধের আরও বেশ কিছু অংশ ভেঙে যায়। ‌পুরো বাঁধ ভেঙে গেলে বামনি নদীর জল ঢুকে যাবে যশোডাঙা এলাকায়। গ্রামবাসীদের এই আশঙ্কার কথা পৌঁছে যায় প্রশাসনের কাছে।

আর‌ও পড়ুন: তোর্ষার দাপটে ভাঙন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আধিকারিকরা

তারপরই নড়েচড়ে বসেন প্রশাসনিক আধিকারিকরা। সোমবার রাত থেকে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধ সংরক্ষণের জন্য বাঁশ ও বালির বস্তা ব্যবহার করা হচ্ছে। মাটির বাঁধের ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে চলছে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ। যদিও এই তড়িঘড়ি কাজ নিয়ে মুখ খোলেনি প্রশাসন। এই কাজে গ্রামবাসীরাও হাত লাগান।

অনন্যা দে