মহাকাল ধাম

Old Rituals: দেওয়া হয় বাতাসা ভোগ, দেড়শো বছরের প্রাচীন মহাকালধামের পুজোয় পুণ্যার্থী সমাগম

অনন্যা দে, আলিপুরদুয়ার: শতাব্দী প্রাচীন শামুকতলার মহাকাল ধামের পুজোয় সমাগম হয়েছে প্রচুর পুণ‍্যার্থীর।পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে মেলা।নিজেদের মনস্কামনা পূরণ করতে মহাকালধামের শিবকে পুজো দিতে আসেন পুণ‍্যার্থীরা।

চিরাচরিত প্রথা মেনে আয়োজিত হয়েছে মহাকাল ধামের মেলা।শতাব্দী প্রাচীন মহাকাল ধামের মেলায় উপচে পড়েছে ভিড়। প্রতিবছর ভাদ্র মাসে শুধু এই রাজ‍্যের পুণ‍্যার্থীরাই নন, ভিনরাজ‍্যের ভক্তরাও এসে পুজো দেন এখানে। তবে ভাদ্র মাসের শেষে বিশেষ পুজোর আয়োজন হয়।বসে মন্দির সংলগ্ন এলাকায় মেলা। কথিত আছে স্বপ্নাদেশে শিবলিঙ্গের কথা জানতে পেরে এই মহাকাল ধামের পুজো শুরু হয় প্রায় দেড়শো বছর আগে। ‌

আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোয় মাহেন্দ্রক্ষণ! কুবেরের আশীর্বাদে দূর অভাব! ধনসম্পদের চূড়ায় পৌঁছবেন এই ৩ রাশি

ভাদ্র মাসের শেষে বিশেষ পুজোয় ভোরবেলা থেকে শুরু হয় ভক্তবৃন্দের আগমন।পায়রা,হাঁস উৎসর্গ করা হয় দেবতার নাম করে।দেওয়া হয় বাতাসা ভোগ। মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, ‘‘কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে মেলা প্রাঙ্গণে। ‌ তাছাড়া শতাধিক স্বেচ্ছাসেবক থেকে শুরু করে মেলা কমিটির কর্মকর্তা রয়েছেন।মন্দির চত্বরে সিসিটিভি ক‍্যামেরা লাগানোর দাবি উঠছে।’’