বিরাট হানা ইডির

RG Kar corruption case: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

কলকাতা: আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালেই আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম।

সূত্রের খবর, এই সন্দীপের পুরো নাম সন্দীপ জৈন, তিনি মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন। সন্দীপ জৈনের সঙ্গে সন্দীপ ঘোষের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকরা। তাই মঙ্গলবার সকালে সন্দীপ জৈনের বাড়িতে। সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসের তল্লাশি চলছে।

আরও পড়ুন: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগেই বন্যায় আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সেই সঙ্গে রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। চৌরঙ্গী লেনের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জের একটি বাড়ি এবং হুগলিতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

মঙ্গলবারই আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার অগ্রগতি সম্পর্কে জানা যেতে পারে বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবারের শুনানির আগে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মেনে নেন তিনি।