Tag Archives: python snake

Alipurduar News: চা বাগানের ভিতর থেকে আসছে ফোঁস-ফোঁস শব্দ! সামনে যেতেই যা মিলল…, ভয়ে আঁতকে উঠলেন সকলে

আলিপুরদুয়ার: গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্স জুড়ে। গরম থেকে বাঁচতে চা বাগানে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু দেখে ফেলল শ্রমিকরা। অবশেষে বন দফতরের কর্মীরা উদ্ধার করল বিশালকারের পাইথনটি।

ভাটপাড়া চা বাগান থেকে বিশালকার পাইথনটি দেখতে ছুটে আসে এলাকার বাসিন্দারা। প্রায় তেরো ফুট লম্বা পাইথন উদ্ধার করল বনদফতরের পানা রেঞ্জ। এদিন আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগান থেকে ১৩ ফুট লম্বা পাইথন উদ্ধার করে বনদফতরের পানা রেঞ্জের বনকর্মীরা।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এদিন চা বাগানের ২৮ নং সেকশনে কাজ করার সময় শ্রমিকরা একটি পাইথন দেখতে পান। চা গাছ জড়িয়ে ছিল পাইথনটি। এই দেখে কাজ বন্ধ হয়ে যায় ওই এলাকায়। শ্রমিকরা বনদফতরে খবর দিলে ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে পাইথনটিকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে।

Annanya Dey

Python Snake: ভয়ঙ্কর ভিডিও, পিঠে প্রায় ২০ ফুট দৈর্ঘের অজগর সাপ, তারপর যা ঘটল, দেখে শিউরে উঠবেন

সামনা সামনি সাপ দেখলে এমনিতেই শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়৷ সেই সাপ যদি আবার ২০ ফুটের হয় তাহলে তো আর দেখতেই হবে না৷

কিন্তু এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে৷ এমনই এক বিশাল আকারের সাপকে প্রায় পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ তাও কোনও রকমের সতর্কতামূলক সুরক্ষা কবচ ছাড়াই তিনি ঘুরছেন৷

আরও পড়ুন: রক্ষকই যখন ভক্ষক, থানায় নাতি ও বৃদ্ধাকে ব্যাপক মারধরের অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ

ব্যক্তির নাম জে ব্রেয়ার৷ কঙ্গোতে একটা কাঁচের ঘরে ব্যক্তিটিকে ঢুকতে দেখা যায়৷ সেখানে আরও কয়েকটা সাপের দেখা মেলে৷

আরও পড়ুন: শরীর থেকে নিংড়ে নেবে ডায়াবিটিস, খুব চেনা এই পাতা, নাম জানেন? যা ভাবছেন তা কিন্তু নয়

সেই কাঁচে ঘেরা ঘরে বিভিন্ন রঙের বিশালাকার অজগর সাপ ঘুরে বেড়াচ্ছে৷ তবে ভাইরাল ভিডিওতে একটা ভয়ঙ্কর দৃশ্যও দেখা যায়৷

 

View this post on Instagram

 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)


অজগর সাপটি তাঁর হাতে কামড় দিয়েছেন৷ সেই রক্তাক্ত হাতের ছবিও ভিডিওতে দেখা যায়৷ তিনি জানিয়েছেন সাপগুলো এই নিয়ে প্রায় দু’বার তাকে কামড় দিয়েছে৷

Cobra Dies: সাপের মারাত্মক ছোবল এল শরীরে, মারা গেল কোবরাটিই! মানুষটির তাহলে কী হল?

মধ্য়প্রদেশ, সাগর: সাপের কামড়ে মানুষের মৃত্যুর কথা তো হরদমেই শুনি৷ বিশেষ করে বর্ষায় গ্রামের দিকে এই রকম দুঃখজনক ঘটনার কথা প্রায়ই খবরে আসে৷

কিন্তু মানুষের কামড়ে মারা গেল স্বয়ং নাগরাজ এমন ঘটনা সচরাচর শোনা যায় না৷ কিন্তু এমনই কিছু অদ্ভুত ঘটনা সামনে এল মধ্যপ্রদেশের সাগর অঞ্চলে৷

আরও পড়ুন: ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

১৪ দিন পর একটা রিপোর্ট থানায় আসে৷ সেখানে বলা হয়, একজন যুবক সাপের কামড়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন৷ কিন্তু যুবকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও, কোবরাটি মারা যায়৷ এই অদ্ভুত ঘটনা পুলিশের নজরে এলে যুবকটির সঙ্গে কথা বলেন৷

মধ্যপ্রদেশের সাগর প্রদেশে-খুড়াই সড়কের কাছে কোবরাটিকে দেখতে পাওয়া যায়৷ সেই সময় স্থানীয় স্নেক ক্যাচার চন্দ্রকুমার আহিরওয়ারকে ফোন করেন সেখানকার বাসিন্দারা৷

আরও পড়ুন: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও

তাঁর কথায় জানতে পারা যায়, ১৮ জুলাই শহরের একটা রাস্তায় একটা সাপ দেখতে পাওয়া যায়৷ সেখানে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি ৫ ফুট লম্বা কোবরা সাপটিকে হাতে করে ধরে বোতলবন্দি করে তোলে৷

এই সময় সাপটি হাতে কামড় দেয়৷ তখন দ্রুত ব্যক্তিটিকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

প্রাথমিকভাবে চিকিৎসার পর ব্যক্তিটি সম্পূর্ণরূপে সুস্থ হলেও শোনা গিয়েছে সাপটি মারা গিয়েছে৷ সম্ভবত অক্সিজেনের অভাবে কোবরাটি মারা যায়

Snake And Human Fight: অজগর ও মানুষের রোমহর্ষক লড়াই, তারপর যা হল জানলে শিউরে উঠবেন

জবলপুর: ১৫ ফুট এক অজগরের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছিল, মধ্যপ্রদেশের জবলপুর জেলায়৷ জঙ্গলে একটা বিশাল আকৃতির অজগর সাপ লোকটিকে পেঁচিয়ে ফেলেছিল৷ গ্রামবাসীরা দ্রুত সাহায্যের জন্য ছুটে আসে৷ পুরো ঘটনাটি ক্যামেরা বন্দি হয়েছিল৷

তাতেই দেখা গিয়েছে লোকটি সকালে প্রাকৃতিক কাজ করার জন্য মাঠে গিয়েছিলেন৷ ঠিক তখনই পিছন তেকে একটা ১৫ পুটের অজগর আস্তে আস্তে তাঁর দিকে আসতে থাকে৷ তারপর পিছন থেকে লোকটির লেজ দিয়ে ঘাড়ের চারপাশ জড়িয়ে ধরতে শুরু করে৷

আরও পড়ুন: ধোসার মধ্যে সবুজ সবুজ ওগুলো কী! জানলে চমকে উঠবেন

কোনও রকমে তিনি অজগরের চোয়াল ধরে ফেলেন৷ তাঁর চিৎকারে গ্রামের সকলে সাহায্যের জন্য ছুটে আসে৷ততক্ষণে অজগরটি শক্ত করে তাকে আষ্ঠেপৃষ্টে বেঁধে ফেলে৷

স্থানীয় মানুষেরা সময় নষ্ট না করে অজগরটির বাঁধন খোলার চেষ্টা করে৷ কিন্তু তাতে ব্যর্থ হন৷ শেষ অবধি বড়সড় দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য ধারালো অস্ত্র দিয়ে অজগরকে মেরে ফেলতে বাধ্য হয়৷

আরও পড়ুন: আস্ত এক কোবরার সঙ্গে খেলছে যুবক! তারপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, জানলে চমকে উঠবেন!

বনবিভাগ কতৃপক্ষ পুরো বিষয়টা জানলেও অজগরটিকে মেরে ফেলার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

এই প্রসঙ্গে ফরেস্ট রেঞ্জার বলেন, ‘‘লোকটিকে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ অজগরটি লোকটিকে জড়িয়ে ধরেছিল৷ তাই মেরে না ফেললে লোকটিকে বাঁচানো সম্ভব ছিল না৷ এই রকম পরিস্থিতিতে কোনও প্রাণীকে হত্যা করলে তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয় না৷’’

Snake Facts: বলুন তো, কোন ৪ সাপ সবচেয়ে অলস কিন্তু মারাত্মক বিপজ্জনক! এক ছোবলেই হয় মৃত্যু…! ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম

সাপের নাম শুনলেই  যেন ভয়ে গা কাঁটা গেয়ে৷ তবে কিছু সাপ আছে যারা খুব অলস। তারা খুব শিথিলতা পছন্দ করে। শুধু তাই নয়, তাদের খাবারের জন্যও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
সাপের নাম শুনলেই যেন ভয়ে গা কাঁটা গেয়ে৷ তবে কিছু সাপ আছে যারা খুব অলস। তারা খুব শিথিলতা পছন্দ করে। শুধু তাই নয়, তাদের খাবারের জন্যও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
সাপের এই স্বভাব তাদের দৈহিক গঠন, শিকারের কৌশল এবং বাসস্থান অনুযায়ী। এই ধরনের সাপ সাধারণত বড় এবং ভারী, দ্রুত নড়াচড়া করতে অক্ষম।
সাপের এই স্বভাব তাদের দৈহিক গঠন, শিকারের কৌশল এবং বাসস্থান অনুযায়ী। এই ধরনের সাপ সাধারণত বড় এবং ভারী, দ্রুত নড়াচড়া করতে অক্ষম।
স্নেক ক্যাচার এবং স্নেক বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল, মধ্যপ্রদেশের খারগোনের বাসিন্দা, বলেছেন যে অলস সাপ শব্দটি সেই সাপগুলির জন্য ব্যবহৃত হয় যেগুলি বেশিরভাগ সময় অলস অবস্থায় থাকে।
S স্নেক ক্যাচার এবং স্নেক বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল, মধ্যপ্রদেশের খারগোনের বাসিন্দা, বলেছেন যে অলস সাপ শব্দটি সেই সাপগুলির জন্য ব্যবহৃত হয় যেগুলি বেশিরভাগ সময় অলস অবস্থায় থাকে।
তাদের শারীরিক গঠন, শিকারের কৌশল এবং বাসস্থানের কারণে তারা বেশিরভাগ সময় বিশ্রাম নেয়। বোয়া কনস্ট্রাক্টর, অজগর, পাইথন এবং গ্যাবুন ভাইপার হল তার প্রধান উদাহরণ যা তাদের অলস প্রকৃতির জন্য পরিচিত। কিন্তু তারা মারাত্মক বিপজ্জনক৷
তাদের শারীরিক গঠন, শিকারের কৌশল এবং বাসস্থানের কারণে তারা বেশিরভাগ সময় বিশ্রাম নেয়। বোয়া কনস্ট্রাক্টর, অজগর, পাইথন এবং গ্যাবুন ভাইপার হল তার প্রধান উদাহরণ যা তাদের অলস প্রকৃতির জন্য পরিচিত। কিন্তু তারা মারাত্মক বিপজ্জনক৷
বোয়া কনস্ট্রিক্টর: এই সাপগুলি আকারে বড় এবং ভারী হয়। এদের সাধারণত গাছে বা মাটিতে বিশ্রাম নিতে দেখা যায়। শিকার করার জন্য, তারা আচমকা আক্রমণ করে এবং তাদের শিকারকে জড়িয়ে ধরে এবং তাদের শ্বাসরোধ করে মেরে ফেলে।
বোয়া কনস্ট্রিক্টর: এই সাপগুলি আকারে বড় এবং ভারী হয়। এদের সাধারণত গাছে বা মাটিতে বিশ্রাম নিতে দেখা যায়। শিকার করার জন্য, তারা আচমকা আক্রমণ করে এবং তাদের শিকারকে জড়িয়ে ধরে এবং তাদের শ্বাসরোধ করে মেরে ফেলে।
অজগর: অজগরও আকারে বড় এবং ভারী সাপ। বেশিরভাগ সময় তারা অলস অবস্থায় থাকে এবং শিকার ধরতে হঠাৎ আক্রমণ করে। এগুলি বেশিরভাগ বন, জলাভূমি এবং ঘন বনে  দেখতে পাওয়া যায়।
অজগর: অজগরও আকারে বড় এবং ভারী সাপ। বেশিরভাগ সময় তারা অলস অবস্থায় থাকে এবং শিকার ধরতে হঠাৎ আক্রমণ করে। এগুলি বেশিরভাগ বন, জলাভূমি এবং ঘন বনে দেখতে পাওয়া যায়।
পাইথন: পাইথন বিশ্বের বৃহত্তম এবং ভারী সাপগুলির মধ্যে একটি। এদের বেশিরভাগ সময় জলের কাছাকাছি বিশ্রাম নিতে দেখা যায়। তারা খুব কম সক্রিয় এবং শিকার ধরতে হঠাৎ আক্রমণ করে। তাদের আবাসস্থল জলাভূমি, নদী এবং জলাধার।
পাইথন: পাইথন বিশ্বের বৃহত্তম এবং ভারী সাপগুলির মধ্যে একটি। এদের বেশিরভাগ সময় জলের কাছাকাছি বিশ্রাম নিতে দেখা যায়। তারা খুব কম সক্রিয় এবং শিকার ধরতে হঠাৎ আক্রমণ করে। তাদের আবাসস্থল জলাভূমি, নদী এবং জলাধার।
গ্যাবুন ভাইপার: গ্যাবুন ভাইপার (Gabun Viper) তার ভারী শরীর এবং অলস প্রকৃতির জন্য পরিচিত। এই সাপ মাটিতে বা পাতার মধ্যে বিশ্রাম নেয় এবং শিকার ধরার জন্য মারাত্মক আঘাত করে। একটুও সময় দেয় না, এক ছোবলেই শেষ করে দেয় জীবন৷
গ্যাবুন ভাইপার: গ্যাবুন ভাইপার (Gabun Viper) তার ভারী শরীর এবং অলস প্রকৃতির জন্য পরিচিত। এই সাপ মাটিতে বা পাতার মধ্যে বিশ্রাম নেয় এবং শিকার ধরার জন্য মারাত্মক আঘাত করে। একটুও সময় দেয় না, এক ছোবলেই শেষ করে দেয় জীবন৷