পাহাড়ের ভোট জমিয়ে দিলেন অনীত৷

Lok Sabha Election 2024: লোকসভা ভোটে পাহাড়ে তৃণমূলকে সমর্থন, কী শর্ত দিলেন অনীত? চাপ বাড়ল বিজেপির

দার্জিলিং: লোকসভা নির্বাচনে বার বারই পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এমন কি, বাইচুং ভুটিয়ার মতো হেভিওয়েট প্রার্থীকে ময়দানে নামিয়েও পাহাড় জয় করতে ব্যর্থ হয়েছে তৃণমূল৷ তবে গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়ে ইতিমধ্যেই কিছুটা কোণঠাসা বিজেপি৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে থাকতেই তৃণমূলকে সমর্থনের ঘোষণা করে দিলেন বিজিপিএম-এর প্রধান অনীত থাপা৷

তবে তৃণমূলকে সমর্থনের জন্য শর্তও চাপিয়েছেন অনীত৷ তিনি জানিয়ে দিয়েছেন, একমাত্র পাহাড়ের ভূমিপুত্র কোনও গোর্খাকে প্রার্থী করলেই তৃণমূলকে সমর্থন করবেন তাঁরা৷

আরও পড়ুন: নিজের প্রেমিককেই পাঠালেন বান্ধবীর বিছানায়, ভয়ঙ্কর ফাঁদ পাতলেন শহরের স্কুল শিক্ষিকা! নরেন্দ্রপুরে ধৃত ২

গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে বার বারই বিজেপি-কে সমর্থন জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার মতো পাহাড়ের প্রধান রাজনৈতিক দলগুলি৷ যদিও গোর্খাল্যান্ডের দাবি পূরণ না হওয়ায় ইতিমধ্যেই বিজেপিকে নিয়ে দ্বিধাবিভক্ত পাহাড়ের রাজনৈতিক নেতারা৷ বিমল গুরুং নিজে এবার কোন পক্ষ নেন, তা নিয়েও পাহাড়ের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে৷ তবে জিএনএলএফ আগেই জানিয়ে দিয়েছে, তাঁরা বিজেপিকে সমর্থন করবে৷

এই মুহূর্তে পাহাড়ে ক্ষমতার ভরকেন্দ্র রয়েছে অনীত থাপার বিজিপিএমের হাতেই৷ জিটিএ, দার্জিলিং পুরসভা, সবই রয়েছে বিজিপিএম-এর দখলে৷ ফলে তাদের এই অবস্থান নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বকে স্বস্তি দেবে৷ অনীত থাপা নিজে বলেন, পাহাড়ের বেশিরভাগ দলই বিজেপিকে সমর্থন জানাবে। তাই পাহাড় এবং সমতলে ভোট ভাগাভাগি রুখতেই ঘাসফুল প্রতীকের প্রার্থীকেই সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অনীত থাপা অবশ্য জানিয়েছেন, নিজেদের পছন্দের কোনও গোর্খাকেই প্রার্থী করতে পারে তৃণমূল নেতৃত্ব৷ প্রার্থীর নামও ঘোষণা করবে তৃণমূল৷ শুধু তিনি যেন পাহাড়ের ভূমিপুত্র হন৷