মাদক বিরোধী দিবসের অনুষ্ঠান 

Alipurduar News: একসময় নেশার অন্ধকারে ডুবেছিলেন, এখন তাঁরাই নেশাগ্রস্তদের ফেরাচ্ছেন জীবনের মূলস্রোতে

আলিপুরদুয়ার: নেশার অন্ধকারে ডুবেছিলেন এক সময় তাঁরা। বর্তমানে তাঁরাই মুল স্রোতে ফিরে এসে অন্যদের জীবনের পথ দেখানোর চেষ্টা চালাচ্ছেন। তাঁদের উদ্যোগে তৈরি হয়েছে কালচিনি লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নেশামুক্ত জেলা গড়ে তোলার শপথ নিলেন তাঁরা। এই অনুষ্ঠানে নেশা থেকে মুক্তি পাওয়া যুবক ও ব্যক্তিদের সংবর্ধনাও প্রদান করা হয়।

আরও পড়ুন: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে একনাগাড়ে ভাসবে গৌড়বঙ্গ, আবহাওয়ার পূর্বাভাস

বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষেই সংগঠনের তরফে দু’দিনব্যাপী সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে কালচিনি বিধায়ক বিশাল লামা-সহ অন্যান্য বিশিষ্টবর্গরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংগঠন তরফে জানানো হয়, এক সময় কালচিনি লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্যই নেশায় আসক্ত ছিলেন। এরপর দীর্ঘ লড়াই শেষে তাঁরা নেশা থেকে মুক্তি পান। আর বর্তমানে সমাজকে নেশামুক্ত করার প্রয়াস চালাচ্ছেন তাঁরা।

সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ”এখনও পর্যন্ত সংগঠনের তরফে প্রায় ৪০০ নেশায় আসক্তদের চিকিৎসা করানো হয়েছে।এছাড়া প্রায় ৭০ জন বর্তমানে নেশা থেকে মুক্তি পেয়ে সুস্থ সমাজে বাস করছে।”

Annanya Dey