Tag Archives: Drug

Paracetamol: পেন কিলার থেকে জ্বর -সর্দি-কাশির ওষুধ, চেনা একাধিক ড্রাগ ব্যান করল কেন্দ্র, মাথায় হাত

: সব মানুষকেই নিয়মিত বিভিন্ন ধরণের ওষুধ খেতে হয়৷ বেশির ভাগ মানুষই চিকিৎসকদের পরামর্শ মতোই ওষুধ খান তবে কখনও কখনও অনেকই কিছু শারীরিক অসুবিধা থেকে বাঁচতে দোকান থেকে নিজের মতো কিনে টপাটপ খেয়ে নেন৷ Photo- Representative
: সব মানুষকেই নিয়মিত বিভিন্ন ধরণের ওষুধ খেতে হয়৷ বেশির ভাগ মানুষই চিকিৎসকদের পরামর্শ মতোই ওষুধ খান তবে কখনও কখনও অনেকই কিছু শারীরিক অসুবিধা থেকে বাঁচতে দোকান থেকে নিজের মতো কিনে টপাটপ খেয়ে নেন৷ Photo- Representative
কেন্দ্রীয় সরকার ১৫৬ টি ককটেল ওষুধ নিষিদ্ধ করেছে - যার মধ্যে অনেকগুলি আপনার বাড়িতেও থাকতে পারে। এই নিষিদ্ধ ওষুধের তালিকায় চুলের বৃদ্ধি, ত্বকের যত্ন এবং ব্যথা উপশম বা মাল্টিভিটামিন, অ্যান্টিপ্যারাসাইটিস, অ্যান্টিঅ্যালার্জিক এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত ওষুধগুলি অন্তর্ভুক্ত রয়েছে। Photo- Representative
কেন্দ্রীয় সরকার ১৫৬ টি ককটেল ওষুধ নিষিদ্ধ করেছে – যার মধ্যে অনেকগুলি আপনার বাড়িতেও থাকতে পারে। এই নিষিদ্ধ ওষুধের তালিকায় চুলের বৃদ্ধি, ত্বকের যত্ন এবং ব্যথা উপশম বা মাল্টিভিটামিন, অ্যান্টিপ্যারাসাইটিস, অ্যান্টিঅ্যালার্জিক এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত ওষুধগুলি অন্তর্ভুক্ত রয়েছে। Photo- Representative
ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) হল এমন ওষুধ যাতে একটি পিলে অনেক ধরণের ড্রাগ কম্বাইনড হয়ে ব্যবহার করা হয়৷  এই ধরণের ওষুধকে  'ককটেল' ওষুধও বলা হয়। Photo- Representative
ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) হল এমন ওষুধ যাতে একটি পিলে অনেক ধরণের ড্রাগ কম্বাইনড হয়ে ব্যবহার করা হয়৷  এই ধরণের ওষুধকে  ‘ককটেল’ ওষুধও বলা হয়। Photo- Representative
তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিরা এখনও ঘোষণা করেনি যে নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব পড়বে। তবে সিপলা, টরেন্ট, সান ফার্মা, আইপিসিএ ল্যাবস এবং লুপিনের মতো বড় ফার্মা কোম্পানির বেশ কিছু ওষুধ এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে৷ Photo- Representative
তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিরা এখনও ঘোষণা করেনি যে নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব পড়বে। তবে সিপলা, টরেন্ট, সান ফার্মা, আইপিসিএ ল্যাবস এবং লুপিনের মতো বড় ফার্মা কোম্পানির বেশ কিছু ওষুধ এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে৷ Photo- Representative
সরকারের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, এই 156টি ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার মানুষের জন্য ঝুঁকির কারণ হতে পারে, যদিও সেই ওষুধগুলির নিরাপদ বিকল্প রয়েছে। বিষয়টি কেন্দ্রের দ্বারা নিযুক্ত একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্ত করা হয়েছিল, যা এই FDCগুলিকে অযৌক্তিক বলে মনে করেছিল। Photo- Representative
সরকারের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, এই 156টি ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার মানুষের জন্য ঝুঁকির কারণ হতে পারে, যদিও সেই ওষুধগুলির নিরাপদ বিকল্প রয়েছে। বিষয়টি কেন্দ্রের দ্বারা নিযুক্ত একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্ত করা হয়েছিল, যা এই FDCগুলিকে অযৌক্তিক বলে মনে করেছিল। Photo- Representative
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড (ডিটিএবি) এই ওষুধগুলিও পরীক্ষা করেছে এবং তারপরেই এই সিদ্ধান্তে পৌঁছেছে৷ তারা সুপারিশ করেছে  এফডিসিগুলিতে অন্তর্ভুক্ত ওষুধগুলি চিকিৎসা বিজ্ঞান অনুসারে কোনও কার্যকারী ভূমিকা গ্রহণ করে না৷ Photo- Representative
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড (ডিটিএবি) এই ওষুধগুলিও পরীক্ষা করেছে এবং তারপরেই এই সিদ্ধান্তে পৌঁছেছে৷ তারা সুপারিশ করেছে  এফডিসিগুলিতে অন্তর্ভুক্ত ওষুধগুলি চিকিৎসা বিজ্ঞান অনুসারে কোনও কার্যকারী ভূমিকা গ্রহণ করে না৷ Photo- Representative
মেডিসিন ইন্ডাস্ট্রি এখনও এই নিষেধাজ্ঞা বা ব্যান হওয়া ওষুধের প্রভাব নিয়ে রিসার্চ করছে৷  এই তালিকায় এমন কিছু ওষুধও রয়েছে যা ইতিমধ্যেই অনেক ওষুধ কোম্পানি বন্ধ করে দিয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাডাপালিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সংমিশ্রণ ব্রণ চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। Aceclofenac 50mg + Paracetamol 125mg ট্যাবলেট এই তালিকায় নিষিদ্ধ। এটি বড় বড় ফার্মা কোম্পানির তৈরি জনপ্রিয় ব্যথানাশক ওষুধগুলির মধ্যে একটি। Photo- Representative
মেডিসিন ইন্ডাস্ট্রি এখনও এই নিষেধাজ্ঞা বা ব্যান হওয়া ওষুধের প্রভাব নিয়ে রিসার্চ করছে৷  এই তালিকায় এমন কিছু ওষুধও রয়েছে যা ইতিমধ্যেই অনেক ওষুধ কোম্পানি বন্ধ করে দিয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাডাপালিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সংমিশ্রণ ব্রণ চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। Aceclofenac 50mg + Paracetamol 125mg ট্যাবলেট এই তালিকায় নিষিদ্ধ। এটি বড় বড় ফার্মা কোম্পানির তৈরি জনপ্রিয় ব্যথানাশক ওষুধগুলির মধ্যে একটি। Photo- Representative
 এই তালিকায় প্যারাসিটামল+পেন্টাজোসিনও রয়েছে, যা ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয়। তালিকায় "Levocetirizine + Phenylephrine" এর সংমিশ্রণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, প্যারাসিটামল, ট্রামাডল, টাউরিন এবং ক্যাফিনের সংমিশ্রণও রয়েছে। Photo- Representative
এই তালিকায় প্যারাসিটামল+পেন্টাজোসিনও রয়েছে, যা ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয়। তালিকায় “Levocetirizine + Phenylephrine” এর সংমিশ্রণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, প্যারাসিটামল, ট্রামাডল, টাউরিন এবং ক্যাফিনের সংমিশ্রণও রয়েছে। Photo- Representative
হতবাক ওষুধ কোম্পানিরাসংস্থাগুলি এখনও ব্যান হওয়া ওষুধগুলি নিয়ে রিসার্চ করছে৷  তবে এখনও  ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই ব্যানের পর কোনও পদক্ষেপ একটি আনুষ্ঠানিক মন্তব্য আসেনি৷ Photo- Representative
হতবাক ওষুধ কোম্পানিরা
সংস্থাগুলি এখনও ব্যান হওয়া ওষুধগুলি নিয়ে রিসার্চ করছে৷  তবে এখনও  ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই ব্যানের পর কোনও পদক্ষেপ একটি আনুষ্ঠানিক মন্তব্য আসেনি৷ Photo- Representative
News 18 কে বলেছেন যে তালিকায় বেশ কয়েকটি এফডিসি রয়েছে, যেগুলি ১৯৮৮ সালের আগে লাইসেন্সপ্রাপ্ত ছিল এবং বিবেচনার জন্য তালিকা থেকে বাদ পড়েছিল। তিনি আরও বিশ্বাস করেন যে প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন না হওয়ায় অনেক মামলা উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। Photo- Representative
News 18 কে বলেছেন যে তালিকায় বেশ কয়েকটি এফডিসি রয়েছে, যেগুলি ১৯৮৮ সালের আগে লাইসেন্সপ্রাপ্ত ছিল এবং বিবেচনার জন্য তালিকা থেকে বাদ পড়েছিল। তিনি আরও বিশ্বাস করেন যে প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন না হওয়ায় অনেক মামলা উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। Photo- Representative

Drug Smuggling: বাইক রাইডার সেজে মাদক পাচার! নতুন ছকেও অধরা সাফল্য

মালদহ: বাইক রাইডার সেজে মাদক পাচারের চেষ্টা! পুলিশের চোখে ধুলো দিতে এই অভিনব কায়দায় মাদক পাচারের পথ বেছে নিয়েছে পাচারকারীদের একাংশ। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ইতিমধ্যে পুলিশের জালে ধড়া পড়েছে বাইক রাইডার রূপী এক মাদক পাচারকারী।

ধৃত বাইক রাইডার সেজে শিলিগুড়ি থেকে মালদহে গাঁজা পাচার করছিল বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত মালদহ জেলা পুলিশের জালে ধড়া পড়ে। মালদহের গাজোল থানার পুলিশ অভিযুক্তকে গাঁজা সহ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ হানা দেয় কদুবাড়ি মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর। সেখানে পুলিশের নাকা চেকিং চলছিল। সেখানেই সন্দেহ হওয়ায় মালদহগামী একটি বাইক আটক করে পুলিশ। বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যাগের মধ্যে থাকা বিপুল পরিমাণ গাঁজা।

আর‌ও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তার পর ফুটপাত খালি করতে অতি তৎপর প্রশাসন, চোখে জল হকারদের

পুলিশ অভিযুক্তকে গাঁজা সহ আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নামসজল চৌধুরী। বাড়ি দার্জিলিং জেলার প্রধাননগর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ কেজি ৮৩০ গ্রাম গাঁজা। মালদহ জেলা পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত এই গাঁজা শিলিগুড়ি থেকে মালদহে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ‌। ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছ।

হরষিত সিংহ

Alipurduar News: একসময় নেশার অন্ধকারে ডুবেছিলেন, এখন তাঁরাই নেশাগ্রস্তদের ফেরাচ্ছেন জীবনের মূলস্রোতে

আলিপুরদুয়ার: নেশার অন্ধকারে ডুবেছিলেন এক সময় তাঁরা। বর্তমানে তাঁরাই মুল স্রোতে ফিরে এসে অন্যদের জীবনের পথ দেখানোর চেষ্টা চালাচ্ছেন। তাঁদের উদ্যোগে তৈরি হয়েছে কালচিনি লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নেশামুক্ত জেলা গড়ে তোলার শপথ নিলেন তাঁরা। এই অনুষ্ঠানে নেশা থেকে মুক্তি পাওয়া যুবক ও ব্যক্তিদের সংবর্ধনাও প্রদান করা হয়।

আরও পড়ুন: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে একনাগাড়ে ভাসবে গৌড়বঙ্গ, আবহাওয়ার পূর্বাভাস

বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষেই সংগঠনের তরফে দু’দিনব্যাপী সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে কালচিনি বিধায়ক বিশাল লামা-সহ অন্যান্য বিশিষ্টবর্গরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংগঠন তরফে জানানো হয়, এক সময় কালচিনি লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্যই নেশায় আসক্ত ছিলেন। এরপর দীর্ঘ লড়াই শেষে তাঁরা নেশা থেকে মুক্তি পান। আর বর্তমানে সমাজকে নেশামুক্ত করার প্রয়াস চালাচ্ছেন তাঁরা।

সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ”এখনও পর্যন্ত সংগঠনের তরফে প্রায় ৪০০ নেশায় আসক্তদের চিকিৎসা করানো হয়েছে।এছাড়া প্রায় ৭০ জন বর্তমানে নেশা থেকে মুক্তি পেয়ে সুস্থ সমাজে বাস করছে।”

Annanya Dey