ফিরছেন অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: ‘দাদা’ আসছেন, নিজের ডেরায় পা রেখেই চমকে যাবেন অনুব্রত! কী এমন আয়োজন? চমকে যাবেন শুনে

বীরভূম: কেষ্ট ফিরবেন। বীরভূম তাই পরবর্তী পরিস্থিতিতে দলের পদক্ষেপ ঠিক করতে জরুরি বৈঠকে তৃণমূলের বীরভূমের নেতারা। অনুব্রতর অনুগামী বলে পরিচিতরাই বৈঠক করলেন। আর সেই তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে তোরণেও সেজেছে বোলপুর। বিশাল কাটআউট লেগেছে সেই তোরণে। সেখানে হাত তুলে দাঁড়িয়ে তিনি, অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল।

পাশাপাশি দিল্লিতেও রয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। কেষ্ট যখন জেল থেকে বের হবেন, তখন গেটেই তাঁদের অপেক্ষায় থাকার কথা। সেখানে থাকতে পারেন অনুব্রত কন্যা সুকন্যাও। তিনিও কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। দিল্লিতে রয়েছেন প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খান ও জেলা পরিষদ সদস্য প্রদীপ ভকত।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আপাতত জেল-মুক্তিতে তাঁর অনুগামীরা তৎপর। তিনি ফিরলে কীভাবে তাঁকে স্বাগত জানানো হবে, দলীয় কাজ কীভাবে ফের তাঁর হাতেই তুলে দেওয়া যায়, তা নিয়ে গোপন বৈঠক শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায়। সে বৈঠকে যোগ দিচ্ছেন অনুব্রতর বিরুদ্ধে মামলাকারী দুবরাজপুরের স্থানীয় নেতা শিবঠাকুর মণ্ডলও। তারপর তিনি সেখান থেকে কখন বীরভূম ফিরবেন আজ রাতে নাকি আগামিকাল, সে নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: সন্দীপের মোবাইলে এমন কী লুকোনো আছে! সিবিআইয়ের বিস্ফোরক দাবি, আরজি কর কাণ্ডে নয়া মোড়

মঙ্গলবার জেলা সফরে বীরভূম আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন পরে জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করতে জেলায় আসছেন। রবিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে তা চূড়ান্ত করা হয়েছে। লোকসভা নির্বাচনে সাঁইথিয়ায় জনসভা করে গিয়েছিলেন। তবে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল না থাকায় একবারও প্রশাসনিক বৈঠক জেলায় হয়নি।এমনকি জেলাশাসক হিসাবে বিধান রায় আসার পরে গত তিন বছরে একবারও এই বৈঠক হয়নি। স্বভাবতই এই বৈঠক নিয়ে যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনে।

তবে অমর্ত্য সেনের জমি বিতর্কের সময় বোলপুর আসেন মুখ্যমন্ত্রী। মালদহ যাওয়ার পথে বোলপুরে তাঁর প্রিয় রাঙাবিতানে কাটিয়ে যান। তবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক দীর্ঘদিন পরে ফের বোলপুরের গীতাঞ্জলি সভামঞ্চে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর একটায় এই সভায় জেলার উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন। আবার অন্যদিকে মঙ্গলে অনুব্রতর সঙ্গে কি দেখা হবে মুখ্যমন্ত্রীর? তা নিয়েও চলছে জল্পনা। মুখ্যমন্ত্রী কি আবার বীরভূমের দায়িত্ব কেষ্টর হাতে দিয়ে ফিরবেন? এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে এখন তৃণমূল কর্মীদের মধ্যে।

— সৌভিক রায়