দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড।

West Burdwan News : হিমঘরে থাকা পরিকল্পনা বাস্তবায়নে আবার জোর! দুর্গাপুরে হবে আন্তঃরাষ্ট্রীয় বাস টার্মিনাল

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : ধীরে ধীরে বড় হয়েছে শহর দুর্গাপুর। দুর্গাপুর জোর দিয়েছে নগর উন্নয়নের দিকে। শহরে তৈরি হয়েছে একাধিক নামিদামি প্রতিষ্ঠান। ধীরে ধীরে এই শহর বাসস্থানের জন্য সেরা ঠিকানা হয়ে উঠছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। রেল যোগাযোগ, বাস যোগাযোগ শহরে বেশ উন্নত। কিন্তু একটা বাস টার্মিনালের অভাব এখনও বয়ে বেড়াতে হয় শহরের মানুষকে।

শহরে বাস টার্মিনালের অভাব দূর করতে বেশ কয়েক বছর আগেই একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপুরে একটি ইন্টারস্টেট বাস টার্মিনাল তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের অভাবে চলে যায় হিমঘরে। কিন্তু এডিডিএ’র চেয়ারম্যান পদে বসে সেই পরিকল্পনা বাস্তবায়নে আবার জোর দিয়েছেন নতুন চেয়ারম্যান কবি দত্ত।

আরও পড়ুন : জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতির লক্ষ্যে বড় প্রয়াস! নতুন মেডিকেল কলেজ তৈরির ভাবনা

দুর্গাপুরে নতুন একটি ইন্টারস্টেট বাস টার্মিনাল তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়ে একটি বৈঠক হয়েছে কবি দত্তের উদ্যোগে। যেখানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, এসবিএসটিসি’র চেয়ারম্যান, দুর্গাপুরের মহকুমা শাসক, এনএইচএআই’এর আধিকারিক সহ বিশিষ্টরা হাজির ছিলেন। ছিলেন এক বিশিষ্ট আর্কিটেক্ট। এখানেই নতুন বাস টার্মিনাল তৈরি নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন : আসানসোলে আর থাকবে না আবর্জনা, শীঘ্রই শুরু হবে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ

সূত্রের খবর, খুব শীঘ্র এই প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আবার এই কর্মকাণ্ড চলাকালীন শহরবাসীর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। নতুন ইন্টারস্টেট বাস টার্মিনাল তৈরি নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে। সূত্রের খবর, একটি সম্ভাব্য জায়গা ঠিক করা হয়েছে এই বাস টার্মিনাল তৈরির জন্য।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড এবং সিটি সেন্টারের মাঝামাঝি একটি জায়গা ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে শহরে বাস টার্মিনালের অভাব দূর করতে উদ্যোগী হয়েছেন এডিডিএ’র নতুন চেয়ারম্যান।

নয়ন ঘোষ