সাহাপুর পঞ্চায়েত

Birbhum News: ১ দিন জল সংগ্রহ করে ৭ দিন চলে গ্রামের মানুষের!কোথায় এই গ্রাম জানুন

বীরভূম: কথাতেই রয়েছে মানুষের জীবনে বাঁচার জন্য তিনটি জিনিসের প্রয়োজন। অন্ন,বস্ত্র এবং বাসস্থান।আর তার পাশাপাশি দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য অত্যধিক প্রয়োজন জলের।আর তাছাড়াও এই বছর অত্যধিক গরম এর কারণে বিভিন্ন জায়গায় জলের সমস্যা দেখা দিচ্ছে।চলতি বছর বৃষ্টিপাত না হওয়ার কারণে জল সমস্যায় ভুগছেন একাধিক গ্রামের মানুষজন। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূম জেলার তারাপীঠ থানার অন্তর্ভুক্ত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের পাশাপাশি রাস্তার কঠিন সমস্যার মধ্যে রয়েছেন।

আর সেই কারণেই রাস্তা ও পানীয় জলের দাবিতে এবার বিক্ষোভ দেখালেন সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। তাদের দাবি বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মিলছে না। তাই আর কোনও রাস্তা না পেয়ে অবশেষে সাহাপুর গ্রাম পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি একদিন জল সংগ্রহ করে সেই জল চালাতে হয় সপ্তাহের আর বাকি কয়েকটা দিন। এলাকার মধ্যে যে নলকূপ গুলি রয়েছে সেগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। আর এই বছর অত্যধিক পরিমাণে গরমের কারণে পুকুরেরও জল প্রায় শুকিয়ে গিয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুন : আবার‌ও নলহাটির জগধারী সেতুতে ফাটল! বিপদের আশঙ্কা নিয়েই চলাচল

বিক্ষোভের পরেই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মিহির লাল শেখ তিনি জানান বেশ কিছু কারণে এলাকার নলকূপ গুলি খারাপ রয়েছে তবে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুন : কী নেই সংগ্রহশালায়! এলে আপনিই অবাক হবেন

ইতিমধ্যেই লোকসভা নির্বাচন পেরোনোর পরেই তারাপীঠ এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় এমনকি প্রত্যেকটি ঘরে ঘরে জল দেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছে প্রশাসন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেই জায়গায় দাঁড়িয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত তারাপুর এলাকার বাসিন্দারা কবে এই জল সমস্যা থেকে মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয়।

সৌভিক রায়