আষাঢ় উৎসব

Ashada Festival: একে অন্যের গায়ে কাদা ছিটিয়ে উদযাপন, পাহাড়ে পালিত আষাঢ় উ‍ৎসব

বিপর্যয় সামলে আনন্দে মুখর সিকিম তথা ডুয়ার্স ! সিকিম ও উত্তরের গ্রাম গুলিতে ধুমধাম করে পালিত হচ্ছে আষাঢ় উৎসব। কেমন হয় এই আষাঢ় উৎসব জানেন
বিপর্যয় সামলে আনন্দে মুখর সিকিম তথা ডুয়ার্স ! সিকিম ও উত্তরের গ্রাম গুলিতে ধুমধাম করে পালিত হচ্ছে আষাঢ় উৎসব। কেমন হয় এই আষাঢ় উৎসব জানেন
আষাঢ় মাসের এই বিশেষ দিনটিতে মূলত কৃষকেরা বিশেষ পুজার্চনার মধ্যে দিয়ে জমিতে ধানের চারা রোপণ করে বর্ষার মরসুমের কৃষি কাজের সূচনা করে আসছে যুগ যুগ ধরে।
আষাঢ় মাসের এই বিশেষ দিনটিতে মূলত কৃষকেরা বিশেষ পুজার্চনার মধ্যে দিয়ে জমিতে ধানের চারা রোপণ করে বর্ষার মরসুমের কৃষি কাজের সূচনা করে আসছে যুগ যুগ ধরে।
একসময় নেপালের রাজা রানী মাঠে নেমে ধান রোপণ করত তারপর থেকেই শুরু হত ধান রোপণ করা সাধারণ মানুষের মধ্যে। এদিন সক্কলে জমিতে নেমে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে সব বয়সের মানুষ থেকে শুরু করে কৃষকেরা। পরস্পরের গায়ে কাদা ছিটিয়ে উৎসবের আমেজ উপভোগ করেন তারা।
একসময় নেপালের রাজা রানী মাঠে নেমে ধান রোপণ করত তারপর থেকেই শুরু হত ধান রোপণ করা সাধারণ মানুষের মধ্যে। এদিন সক্কলে জমিতে নেমে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে সব বয়সের মানুষ থেকে শুরু করে কৃষকেরা। পরস্পরের গায়ে কাদা ছিটিয়ে উৎসবের আমেজ উপভোগ করেন তারা।
মাঠে লাঙল দিয়ে, ধানের চারা রোপণ করে, নিজস্ব সংস্কৃতির বিশেষ গান গেয়ে নিজেদের মত করে উৎসব পালন করে। উৎসব শেষে তাদের প্রসাদ থাকে চিড়া-গুড়-দই-কলা। সবাইকে প্রসাদ বিলি করে আনন্দে মেতে ওঠে মানুষজন।
মাঠে লাঙল দিয়ে, ধানের চারা রোপণ করে, নিজস্ব সংস্কৃতির বিশেষ গান গেয়ে নিজেদের মত করে উৎসব পালন করে। উৎসব শেষে তাদের প্রসাদ থাকে চিড়া-গুড়-দই-কলা। সবাইকে প্রসাদ বিলি করে আনন্দে মেতে ওঠে মানুষজন।
তাদের বিশ্বাস, এই উৎসব ডেকে নিয়ে আসে ধানের নতুন শীষকে। এছাড়াও সারা বছর ধানের ফলন ভাল হয়৷ প্রত্যেক বছর আজকের দিনটিতে উৎসবমুখর হয়ে ওঠে পাহাড়।
তাদের বিশ্বাস, এই উৎসব ডেকে নিয়ে আসে ধানের নতুন শীষকে। এছাড়াও সারা বছর ধানের ফলন ভাল হয়৷ প্রত্যেক বছর আজকের দিনটিতে উৎসবমুখর হয়ে ওঠে পাহাড়।
উল্লেখ্য, এ বছর সিকিম পাহাড় প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে বিধ্বস্ত। কিন্তু তারপরেও আবহাওয়া খানিক উন্নতি হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। আর আজ উৎসবের দিনে আনন্দে মেতে উঠেছে পাহাড়বাসী।
উল্লেখ্য, এ বছর সিকিম পাহাড় প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে বিধ্বস্ত। কিন্তু তারপরেও আবহাওয়া খানিক উন্নতি হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। আর আজ উৎসবের দিনে আনন্দে মেতে উঠেছে পাহাড়বাসী।