সুন্দরবন অত্যন্ত এলাকার হোমিও চিকিৎসার অ্যাওয়ারনেস ক্যাম্প

Homeopathy Treatment: সুন্দরবনের মৎস্যজীবীদের কথা ভেবে হোমিওপ্যাথি চিকিৎসায় জোর

দক্ষিণ ২৪ পরগনা: হোমিওপ্যাথি চিকিৎসা একটি প্রাচীন চিকিৎসা। আর এই প্রাচীন চিকিৎসা যাতে গ্রাম বাংলার মানুষের কাছে ভরসাযোগ্য হয়ে ওঠে সেই কথা মাথায় রেখে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে আয়োজিত হল অ্যাওয়ারনেস ক্যাম্প।

দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য মিশনের উদ্যোগে ক্যানিং-২ ব্লকের নারানপুর গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথি আওয়ার্নেস ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।হোমিওপ্যাথি চিকিৎসাকে অন্যান্য চিকিসার মত অতি সহজে মানব সমাজে পোঁছে দেওয়ার লক্ষ্যে এই হোমিওপ্যাথি অ্যাওয়ার্নেস ক্যাম্পের আয়োজন। এর পাশাপাশি এদিনের এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসা করাতে আসেন বহু সাধারণ মানুষ।

আরও পড়ুন: বারাসত জুড়ে হলুদ সতর্কতা! চলছে অবিরত প্রচার

এই ক্যাম্প উপস্থিত ছিল নারায়ণপুর অঞ্চলের বহু হোমিওপ্যাথি চিকিৎসক ও আশা কর্মীরা। এই প্রসঙ্গে এক চিকিৎসক জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জীবিকা মাছ, কাঁকড়া ধরা‌। এই গরিব মানুষরা বহু রোগে আক্রান্ত হলেও সঠিকভাবে চিকিৎসা করাতে পারেন না। এই সমস্ত খেটে খাওয়া গ্রামীণ সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসার খরচ কম হয়। বিষয়টি সম্বন্ধে এখানকার গরিব মানুষরা সচেতন হয়ে যাতে আগামী দিনে সঠিক চিকিৎসা পরিষেবা পায় তার জন্যই এমন উদ্যোগ।

সুমন সাহা