Tag Archives: Homeopathy Treatment

Homeopathy Treatment: সুন্দরবনের মৎস্যজীবীদের কথা ভেবে হোমিওপ্যাথি চিকিৎসায় জোর

দক্ষিণ ২৪ পরগনা: হোমিওপ্যাথি চিকিৎসা একটি প্রাচীন চিকিৎসা। আর এই প্রাচীন চিকিৎসা যাতে গ্রাম বাংলার মানুষের কাছে ভরসাযোগ্য হয়ে ওঠে সেই কথা মাথায় রেখে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে আয়োজিত হল অ্যাওয়ারনেস ক্যাম্প।

দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য মিশনের উদ্যোগে ক্যানিং-২ ব্লকের নারানপুর গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথি আওয়ার্নেস ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।হোমিওপ্যাথি চিকিৎসাকে অন্যান্য চিকিসার মত অতি সহজে মানব সমাজে পোঁছে দেওয়ার লক্ষ্যে এই হোমিওপ্যাথি অ্যাওয়ার্নেস ক্যাম্পের আয়োজন। এর পাশাপাশি এদিনের এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসা করাতে আসেন বহু সাধারণ মানুষ।

আরও পড়ুন: বারাসত জুড়ে হলুদ সতর্কতা! চলছে অবিরত প্রচার

এই ক্যাম্প উপস্থিত ছিল নারায়ণপুর অঞ্চলের বহু হোমিওপ্যাথি চিকিৎসক ও আশা কর্মীরা। এই প্রসঙ্গে এক চিকিৎসক জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জীবিকা মাছ, কাঁকড়া ধরা‌। এই গরিব মানুষরা বহু রোগে আক্রান্ত হলেও সঠিকভাবে চিকিৎসা করাতে পারেন না। এই সমস্ত খেটে খাওয়া গ্রামীণ সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসার খরচ কম হয়। বিষয়টি সম্বন্ধে এখানকার গরিব মানুষরা সচেতন হয়ে যাতে আগামী দিনে সঠিক চিকিৎসা পরিষেবা পায় তার জন্যই এমন উদ্যোগ।

সুমন সাহা

Homeopathy Awareness Week: ‘খরচ কম, পার্শ্বপ্রতিক্রিয়া নেই’, হোমিওপ্যাথি নিয়ে সচেতনতা প্রসারে বললেন বাঁকুড়ার মেডিক্যাল অফিসার

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বর্তমান যুগের চিকিৎসা ব্যবস্থার খরচ প্রচন্ড বেড়ে গেছে। অভিযোগ, সরকারি হাসপাতালগুলি বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলেই জীবনের সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে বহু মানুষের। তারপরেও মিলছে না ১০০ শতাংশ সফলতা। তবে এই চিকিৎসার খরচকে নামিয়ে নিয়ে আসা যায় নামমাত্র মূল্যে। এখন প্রশ্নটা হচ্ছে কীভাবে?

বাঁকুড়া জেলার মেডিক্যাল অফিসার (আয়ুষ শাখা) এই প্রশ্নের উত্তরে বললেন, “হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা”। “বিশ্ব হোমিওপ্যাথিক দিবস” হল ১০ এপ্রিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে সেই দিনটি পালন করা হয়নি বাঁকুড়ায়। তবে বাঁকুড়ায় ২৪-৩০ জুন চলছে হোমিওপ্যাথিক সচেতনতা দিবস। তাই এই সময়টাকে উপলক্ষ করেই পালন করা হচ্ছে হোমিওপ্যাথি উৎসব। এই সপ্তাহ জুড়ে চলছে হোমিওপ্যাথি সচেতনতা। জেলার হোমিওপ্যাথি ডিসপেন্সারি গুলিতেও করা হচ্ছে বিভিন্ন ক্যাম্প, যাতে মানুষের সচেতনতা বাড়ে হোমিওপ্যাথির প্রতি।

আরও পড়ুন : বর্ষায় তড়কার ডালেই পালাবে গ্যাস অম্বল বদহজম! শুধু এভাবে খেতে হবে দিনের এই সময়ে

ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার আরও বলেন যে, ‘‘কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যালোপ্যাথি চিকিৎসা একটা জায়গায় গিয়ে থেমে যায়, সেসব ক্ষেত্রে মানুষ এগিয়ে আসেন হোমিওপ্যাথির দিকে। এছাড়াও অ্যালোপ্যাথি চিকিৎসায় রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া, যেটা হোমিওপ্যাথিতে নেই বললেই চলে। বাচ্চারা খেতে চায় না অ্যালোপ্যাথি ওষুধ। বাচ্চাদের ওষুধ খাওয়ানো একপ্রকার যুদ্ধে পরিণত হয়েছে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব সহজেই খেয়ে নেয় বাচ্চারা।’’ এই সকল কারণের জন্যই হোমিওপ্যাথি গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন তিনি।

হোমিওপ্যাথি হল বিকল্প চিকিৎসার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এটি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান শুরু করেছিলেন ।এর অনুশীলনকারীরা হোমিওপ্যাথ বা হোমিওপ্যাথিক চিকিৎসক নামে পরিচিত। এই পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থার প্রতি সচেতনতা গড়ে তুলতে বাঁকুড়ায় চলছে হোমিওপ্যাথি সপ্তাহ পালন।