Ayush Herbal Garden: সরকারি দফতরে কবিতার ছড়াছড়ি! আসল কারণ জানলে অবাক হবেন

সরকারি দফতরে কবিতার ছড়াছড়ি। এর কারণ জানলে আরও অবাক হবেন। মানুষকে সচেতন করতে মজার মজার কবিতা লেখা।
সরকারি দফতরে কবিতার ছড়াছড়ি। এর কারণ জানলে আরও অবাক হবেন। মানুষকে সচেতন করতে মজার মজার কবিতা লেখা।
রয়েছে শরীর চর্চা নিয়ে বিশেষ কবিতা। বাঁকুড়ার আয়ুশ শাখায় কবিতার ছলে বোঝানো হয়েছে ব্যায়ামের গুরুত্ব।
রয়েছে শরীর চর্চা নিয়ে বিশেষ কবিতা। বাঁকুড়ার আয়ুশ শাখায় কবিতার ছলে বোঝানো হয়েছে ব্যায়ামের গুরুত্ব।
তুলসী, গুলঞ্চ কিংবা ষষ্ঠী মধুর ক্বাথ! কবিতার ছন্দে মালার মতো গাঁথা রয়েছে ঔষধি গাছগুলি। লেখা রয়েছে ভেষজ গুণাবলীও।
তুলসী, গুলঞ্চ কিংবা ষষ্ঠী মধুর ক্বাথ! কবিতার ছন্দে মালার মতো গাঁথা রয়েছে ঔষধি গাছগুলি। লেখা রয়েছে ভেষজ গুণাবলীও।
ঘরে বসেই বানিয়ে নিন ইমিউনিটি বাড়ানোর দারুন একটি পাচন। উপকরণ সহ লেখা রয়েছে সরকারি দফতরের বোর্ডে।
ঘরে বসেই বানিয়ে নিন ইমিউনিটি বাড়ানোর দারুন একটি পাচন। উপকরণ সহ লেখা রয়েছে সরকারি দফতরের বোর্ডে।
জেলা জুড়ে রয়েছে আয়ুষ শাখা। আয়ুর্বেদিক চিকিৎসার গুরুত্ব এবং প্রসারের জন্য কাজ করে চলেছে এই দফতর।
জেলা জুড়ে রয়েছে আয়ুষ শাখা। আয়ুর্বেদিক চিকিৎসার গুরুত্ব এবং প্রসারের জন্য কাজ করে চলেছে এই দফতর।
জেলার মেডিকেল অফিসার ডাঃ পার্থসারথী রায় জানান,
জেলা মেডিকেল অফিসার ডাঃ পার্থসারথী রায় জানান, “আয়ুর্বেদিক ছাড়াও ভেষজ গুণাবলী সম্পন্ন গাছগুলি নিয়ে সচেতনতা গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য।”