মনসা পূজো পুরুলিয়া

Manasa Puja 2024: ঘরে ঘরে সাড়ম্বর আয়োজন, বর্ষায় মনসাপুজোয় মেতে ওঠে জঙ্গলমহল

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ‌। কমবেশি সারা বছরই নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন পুজো অর্চনা হয়ে থাকে। বাঙালির অন্যান্য পার্বণগুলির মধ্যে অন্যতম মনসাপুজো‌। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে মনসাপুজো হয়ে থাকলেও জঙ্গলমহলের বাঁকুড়া পুরুলিয়া জেলার মনসাপুজো বিখ্যাত।

মানভূমবাসীদের অন্যতম পরব এই মনসাপুজো। সারাটা বছর মানভূমের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য‌। মূলত শ্রমজীবী মানুষই এই পুজো করে থাকেন। তবে রাজ্যে অন্যান্য জেলাগুলির মধ্যে বাঁকুড়া পুরুলিয়ায় মনসাপুজো এত বিখ্যাত।‌

এ বিষয়ে গবেষক দিলীপ কুমার গোস্বামী বলেন, ‘‘একটা সময় এই ছোটনাগপুর মালভূমি এলাকা পাহাড় জঙ্গলে ঘেরা ছিল। মনুষ্য বসতিও কম ছিল। সেই সময় এখানে সাপের উপদ্রব অনেকটাই বেশি ছিল। তাই সেই সময় সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে সাপের দেবী মা মনসার পুজো শুরু করেছিলেন মালভূমির মানুষেরা। আর তারপর থেকেই মহা ধূমধামের সঙ্গে পুরুলিয়ায় এই পুজো পালিত হয়ে আসছে।’’

আরও পড়ুন : প্রথমে স্বাধীন ভারতের অংশ ছিল না কোচবিহার! কীভাবে বাংলার জেলা হল এই রাজন্য স্টেট, জানুন চমকপ্রদ ইতিহাস

এই মনসাপুজো উপলক্ষে মেতে ওঠে গোটা জঙ্গলমহল। ‌ বেশিরভাগ বাড়িতেই এই পুজো আয়োজিত হয়। পুরুলিয়ার মনসাপুজোর কথা সর্বত্র প্রচলিত। ‌ পুরুলিয়াবাসী দুর্গাপুজোর থেকেও বেশি আবেগপ্রণোদিত হয়ে ওঠেন এই মনসা পুজো ঘিরে। আর তাইতো বছরের পর বছর এখানে মহাসাড়ম্বরে পূজিত হচ্ছেন মা মনসা।