মা হাতির সঙ্গে শাবক

Alipurduar News: প্রসব বেদনায় দলছুট! শেষে চা বাগানেই জন্ম হল হাতি শাবকের, মা ও সন্তানকে দেখতে ভিড়

আলিপুরদুয়ার: দলের অন্যান্য হাতিরা চলে গিয়েছিল আগেই। প্রসব যন্ত্রনায় চা বাগানেই রয়ে যায় গর্ভবতী হাতিটি। এদিন সকালে এক সন্তানের জন্ম দেয় হাতিটি। ঘটনাটি ঘটেছে জয় বীরপাড়া চা বাগান এলাকার।

চা বাগানের ভেতরে একটি শাবকের জন্ম দিল মাদা হাতি। গতকাল রাতে একটি বুনোহাতির দল জয়বীরপাড়া চা বাগানে প্রবেশ করে। হাতির দলের সব হাতি জঙ্গলে চলে গেলেও একটি মাদা হাতি বাগানে থেকে যায়। প্রসব যন্ত্রনায় চা বাগানের মাঝেই দাঁড়িয়েছিল সে। ভোর বেলায় গর্ভবতী হাতিটিকে দেখে বন দফতরে জানিয়েছিলেন শ্রমিকরা।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

এরপর মাদা হাতিটি একটি শাবকের জন্ম দেয়। তারপর থেকে এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন হাতি ও হাতির শাবককে। কখনও শাবকটি মায়ের দুধ খেতে ব্যস্ত ছিল। কখনও মায়ের সঙ্গে চা বাগানের বিভিন্ন সেকশন ঘুরে বেড়াচ্ছিল। এই দৃশ্য দেখতে ভিড় জমে যায় বাগানের রাস্তায়। মুহূর্ত মুঠোফোনে বন্দী করেন স্থানীয়রা।

আরও পড়ুন: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ‍্য খুলে যাবে

এরপর ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছে হাতি ও হাতির শাবককে জঙ্গলে পাঠাতে সক্ষম হন। দলটির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Annanya Dey