এলাকায় জমা জল কারণ জানলে অবাক হবেন

Bangla Video: জল জমার সমস্যা দূর করতে গিয়ে এ কী বেরিয়ে এল! দেখলে আপনিও চমকে উঠবেন

হাওড়া: বর্ষাকালে হাওড়ার বিভিন্ন এলাকায় জলজমার সমস্যা নতুন নয়। গত দু’দিনের টানা বৃষ্টিতে বহু এলাকায় যথারীতি জল জমেছে। জোর তৎপরতায় সেই সব জমা জল দ্রুত বের করার কাজ চলছে। কিন্তু হাওড়ার সাঁকরাইলে জমা জলের সমস্যা দূর করতে গিয়ে যা দেখলেন এলাকাবাসীরা তা শুনলে আপনার চোখও কপালে উঠে যাবে। দেখা গেল নিকাশি নালা বন্ধ করে সেখানে তুলে দেওয়া হয়েছে আস্ত প্রাচীর!

নিকাশি নালা বন্ধ করে প্রাচীর তুলে দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই এলাকার জল বেরোতে পারেনি। এর ফলে কয়েক শো পরিবার জলমগ্ন অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছে। যে কারণে অল্প বৃষ্টিতেই জল থই থই করছে এলাকায়। এলাকায় জল জমার সমস্যার সমাধান করতে গিয়েই জমা মাটির স্তুপের পিছনে কংক্রিটের প্রাচীরে দেখা পাওয়া যায়। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার খোঁজ চালাচ্ছেন স্থানীয়রা।

আর‌ও পড়ুন: শতাব্দী প্রাচীন বটগাছ বাঁচাতে এ কী করল প্রাক্তনীরা! শুনলে ধন্য ধন্য করবেন

এই ঘটনা হাওড়ার দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে এলাকার। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সত‍্যেন বোস রোডের নিচ দিয়ে যাওয়া নিকাশি নালা বন্ধ করে দেওয়াতেই এই পরিস্থিতি হয়েছে। মানুষকে দুর্ভেগে ফেলতে এমন নিম্ন মানসিকতার কাজ করা হয়েছে বলে অভিযোগ। যদিও পঞ্চায়েত প্রধান রিজিয়া খাতুন নিজে দেখে এসে পরিস্থিতি সমাধানের আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস‍্য বলেন, আমরা মানুষের দুর্ভোগ মেটাতে নালা পরিস্কার করতে যাই। চারজনের একটি দল ৬ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া মাটির স্তুপ সরাতেই প্রাচীরটি সামনে আসে। যদিও এই ঘটনা কে বা কারা ঘটেছে তা জানা যায়নি।

রাকেশ মাইতি