পুলিশের উদ্যোগে স্বাস্থ্য মেলা

Bengali News: জয়নগর থানা যেন স্বাস্থ্যকেন্দ্র, কী হল সেখানে?

দক্ষিণ ২৪ পরগনা‌: জয়নগরের পিছিয়ে পড়া নাগরিকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে থানা প্রাঙ্গনেই সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য মেলার আয়োজন। সকাল থেকেই জয়নগর থানায় এই স্বাস্থ্য মেলায় পরিষেবা নিতে এলেন বহু পুরুষ ও মহিলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই স্বাস্থ্য মেলার সূচনা করেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সদানন্দজি মহারাজ।

আরও পড়ুন: তৃপ্তি করে বিয়ের ভোজ খেলেন, তারপর… আর ফেরা হল না বাড়ি

জয়নগর থানার আইসি পার্থসারথি পাল ও স্বাস্থ্য মেলার বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল এবং স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম, দক্ষিণ বারাসত চক্ষু হাসপাতাল, নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল ও পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য মেলায় সম্পূর্ণ বিনা ব্যয়ে এলাকার মানুষদের হৃদরোগ, স্ত্রীরোগ, অস্থিরোগ, চক্ষুরোগ সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্বাস্থ্য মেলা চলাকালীন এদিন বিভিন্ন স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করেন দুই বিধায়ক, পুলিশ আধিকারিক ও অন্যান্য অতিথিরা। এ দিন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস নিজে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। পুলিশের কাজ আইন-শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু সামাজিক দায়ও আছে পুলিশের। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন। পুলিশকে এভাবে এগিয়ে আসতে দেখে খুশি এলাকার মানুষও।

সুমন সাহা